বিশ্ব নাট্য দিবস পালন করলো গোবরডাঙ্গা নাবিক নাট্যম


ইন্দ্রজিৎ আইচ : গত ২৭ মার্চ ২০২৩ সোমবার গোবরডাঙা নাবিক নাট্যমের নিজ মহলাক‌‌ক্ষে মহা সাড়ম্বরে পালিত হলো বিশ্ব নাট্য দিবস। প্রায় 30 জন কচিকাচা এবং দলের সকল সদস্য ও সদস্যাদের নিয়ে তারা আজকের এই দিনটি উদযাপন করলেন। নাটক, গান,নাচ, আবৃত্তি ও বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিলো তাদের এই বিশ্ব নাট্য দিবসের দিনটি। অনুষ্ঠানের শুভ সূচনা হয় সৌরজীত অধিকারীর গানের মাধ্যমে সংগতে ছিলেন প্রদীপ কুমার সাহা। এরপর দলের সভাপতি জীবন অধিকারী এই দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে শিশুকিশোর নাট্য কর্মশালা বিভাগের ছাত্র ছাত্রীরা তাদের এই বছরের নতুন প্রযোজনা তিনুর কিসসা নাটকটি পরিবেশন করে। এরপর দেবাদৃতা ঘোষ এবং রাখি বিশ্বাস দুটি সুন্দর নাচ পরিবেশন করে। শিশুকিশোর কর্মশালার কচিকাচারা গান, আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্চালক অবিন দত্ত। বিশ্ব নাট্য দিবসের এই বিশেষ দিনে ছোটোদের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো। দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি বলেন আজকের দিনটার জন্য তিনি গর্বিত । সব শেষে প্রদীপ কুমার সাহা, শ্রাবণী সাহা, সুপর্ণা সাধুখাঁ, অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার, অবিন দত্ত, এবং দলের সমস্ত কুশীলবের সমবেত কন্ঠে পরিবেশিত হয় নাটকের গান ।

Indrajit Aich: On Monday, March 27, 2023, the World Theater Day was celebrated in grand style at Gobardanga Navik Natyam. They celebrated this day today with about 30 Kachikachas and all members and members of the team. The day of their World Theater Day was full of drama, song, dance, recitation and various events. The event started auspiciously with songs by Sourjit Adhikari accompanied by Pradeep Kumar Saha. Then the party president Jiban Adhikari discussed the importance of this day, in the second part of the program the students of Shishu Kishore Natya Karmashala Department performed their new production of this year Tinur Kissa Natak. Devadrita Ghosh and Rakhi Biswas then performed two beautiful dances. Conductor Abin Dutta took the program forward by reciting songs from Shishu Kishore workshops. On this special day of World Theater Day, the enthusiasm of the children was worth seeing. Party secretary Anil Kumar Mukherjee said he is proud of today. At the end, Pradeep Kumar Saha, Shravani Saha, Suparna Sadhukhan, Ashok Biswas, Subrata Karmakar, Abin Dutta, and all Kusheel of the team performed the song of the play.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights