পুলিশ কর্মীর বাড়িতে চুরি


মালদা: এবারে পুলিশ কর্মীর বাড়িতে চুরি। নগদ টাকা, সোনা,ল্যাপটপ এবং বাইক চুরি করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার যদুপুরের মডেল কলোনি এলাকায়। জানা গেছে ওই পুলিশ কর্মীর নাম আজমল হক। বাড়ি মুর্শিদাবাদ। ইংলিশ বাজারের যদপুর মডেল কলোনি এলাকায় সপরিবারে প্রায় দেড় বছর ধরে ভাড়া থাকেন তিনি ‌। মালদা জেলা পুলিশ সুপার অফিসে বর্তমানে কর্মরত আছেন তিনি। জানা যায় হোলি উপলক্ষে সপরিবারে বাড়ি গিয়েছিলেন ওই পুলিশ কর্মী। ফোন মারফৎ জানতে পারেন বাড়িতে চুরি হয়েছে। দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় ৬৫ হাজার টাকা, এক ভরি সোনা , একটি ল্যাপটপ এবং একটি মোটর বাইক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একজন পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটলে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায়। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তার পাশাপাশি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন।

Malda: This time the house of a policeman was stolen. Cash, gold, laptops and bikes were stolen by the miscreants. The incident took place in the Model Colony area of Jadupur under English Bazar police station. It is learned that the name of the policeman is Ajmal Haque. Home of Murshidabad. He has been living with his family for about one and a half years in the Jadpur Model Colony area of English Bazar. He is currently working at the Malda district superintendent of police office. It is known that the policeman went home with his family on the occasion of Holi. Through the phone, he came to know that the house was stolen. The miscreants broke open the lock of the main door and took away around Rs 65,000 in cash, a bhori of gold, a laptop and a motorbike. As soon as the incident came to light on Friday morning, there was a sensation in the entire area. It is learned that a written complaint has been filed with English Bazar Police Station in this regard. Local residents alleged that if there is a theft in the house of a policeman, where is the safety of the common people. Local residents have demanded that the culprits be identified and given appropriate punishment. Along with this, they have alleged that they are suffering from insecurity.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights