সোনার দোকানে চুরি, এলাকায় চাঞ্চল্য 


রানীরহাট, কোচবিহার: প্রত্যেক দিনের মত আজকেও দোকানের মালিক দোকান খুলে সোনা ও রুপোর ব্যাগ দোকানে রেখে ঝাড়ু দিয়ে পাশের দোকানে জল আনতে গিয়েছেন , দোকানে ধুপকাঠি লাগাবে বলে । কিন্তু জল নিয়ে দোকানে এসে দেখেন সোনা ও রূপো রাখা ব্যাগটি দোকানে আর নেই । দোকানের মালিক সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেন আমার ব্যাগটি কে নিয়ে গেল । পাশের সব দোকানদাররা ছুটে আসে , প্রচুর লোক জড় হয়ে যায় এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, জানা যায় ওই দোকানের মালিকের নাম শ্যামল সরকার ,বাড়ি রানীর হাট বাজার সংলগ্ন এলাকায় । দোকানের মালিক জানান ওই ব্যাগে ৫ কেজি রূপা ও ১০০ গ্রাম সোনা ছিল । পরে পুলিশকে খবর দেওয়া হয় ,পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।
Ranirhat, Behar: Like every day, the shop owner opened the shop today and left the gold and silver bags in the shop and went to the nearby shop with a broom to fetch water, saying that he would put incense sticks in the shop. But when he came to the shop with water, he saw that the bag containing gold and silver was no longer in the shop. The owner of the shop immediately started shouting who took away my bag. All the shopkeepers nearby rushed in, a lot of people gathered and there was a sensation in the area, it was known that the owner of the shop was Named Shyamal Sarkar, in the area adjacent to rani’s hat market. The owner of the shop said the bag contained 5 kg of silver and 100 grams of gold. Later, the police were informed that the police have come and started investigating the matter.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights