থিমের বাজারে সাবেকি আনা


মালদা: মালদার ইংরেজ বাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত অরবিন্দ পার্ক সার্বজনীন দুর্গোৎসব। আর চারটে বিগ বাজেটের পুজোর মতো এখানে থিমের বাহার না থাকলেও এই পুজোর সাথে ভাবাবেগ জড়িত ওয়ার্ডবাসিদের। থিমের বাজারে সাবেকি আনা হারিয়ে যাওয়াই তাদের এই উদ্যোগ। আজ নবমির দুপুরে আয়োজন করা হয়েছিল ধনুচি নাচের। তার পাশাপাশি অনুষ্ঠিত হয় এক বিশাল নর নারায়ন সেবা। তার পাশাপাশি নেতাজি পার্ক এলাকাতেও দূর্গা পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছিল ধুনোচি নাচের। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার, সমাজসেবী সন্তোষ কর্মকার সহ অন্যান্যরা।

Malda: Arvind Park Sarvajanik Durgotsav is in Ward No. 25 of Malda’s English Bazar Municipality. And unlike the four big-budget pujas, there is no theme here, but this puja is associated with the residents of the ward. Their initiative is to lose sight of the theme in the market. The Dhanuchi dance was organized on the afternoon of Navami today. In addition, a large Nara Narayan service was held. Apart from this, the dhunochi dance was also organized on the occasion of Durga Puja in the Netaji Park area. Local councillor Kakoli Karmakar, social worker Santosh Karmakar and others were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights