তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা করলেন শিক্ষক সমাজ


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/LMpnHQR6OQI” align=”center”][vc_column_text]দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে রবিবার তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা করলেন শিক্ষক সমাজ । এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন । এদিন এই শিক্ষকদের পদযাত্রা সারা হরিরামপুর পরিক্রমা করে পরিশেষে হরিরামপুর চৌপথি এসে শেষ হয় । সেখানে প্রতিটি শিক্ষক ও শিক্ষিকা ত্রিলোত্তমার ন্যায় বিচারের দাবি জানিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন । এদিনের এই পদযাত্রাকে ঘিরে কোন রকমের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হরিরামপুর চৌপথি তে মোতায়েন করা হয় ।[/vc_column_text][/vc_column][/vc_row]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights