গোপাল বিশ্বাস, নদীয়া-বুধবারও ফের উত্তেজনা ছড়ালো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ চত্বরে। ঘটনার সুত্রপাত ঘটেছে মঙ্গলবার সকালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে।
ABVP-র অভিযোগ প্রতিদিনের মতো মঙ্গলবার কলেজে সকল ছাত্র ছাত্রীদের মতো আমাদের সংগঠনের ভাই বোনেরা যায় তাদের কোন কাজে,কিন্তু পূর্ব পরিকল্পিত ভবে TMCP ছাত্র সংগঠন থেকে, বহিরাগতদের নিয়ে আচমকাই হামলা করে যেখানে আমাদের তিন বোন সহ এক ভাই গুরতর আহত হয়, তাদের থেকে জানতে পারি সামগ্রিক ঘটনা ঘটে পুলিশের সামনেই, পাশাপাশি তিনি আরও জানান ইউনিয়নের ঘর থেকে রড সহ বিভিন্ন ভাড়ি বস্তু দিয়েও আক্রমণ চালানো হয় ABVP সমর্থকদের ওপর। আর এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ জানিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে এক ডেপুটেশন কর্মসচী গ্রহনকরে ABVP-র তরফে। সেই মোতাবেক বুধবার দুপুর আনুমানিক পৌনে তিনটে নাগাদ ABVP তরফে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সমানে উপস্থিত হয়, কিন্তু কেলেজে গেটের বাইরে পূর্ব থেকেই হাজির ছিলো নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন, আর পুলিশের বাধার মুখে পরতে হয় ABVP-র। আর কলেজের গেটের ভিতরে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে TMCP-র তরফে, পাশাপাশি TMCP ও কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধেও সোচ্চার হয়ে স্লোগান দিতে থাকে ABVP-র তরফে, বেশ কিছু সময় ধরে চলে এই স্লোগান, পাল্টা স্লোগান, পাশাপাশি পুলিশের বাধার মুখে পরে কার্যত কলেজের গেটের ভিতরে ঢুকতে না পেরে ক্ষোভে ফেটে পরে ABVP-র তরফে, পুলিশের বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা যায়। কিছু সময় পর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে হাজির হন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, তিনি গেলেও কলেজের ভিতরে ঢুকটে বাধা পান, পাশাপাশি সাংসদ জগন্নাথ সরকারকে দেখে কলেজের ভিতর থেকে TMCP-র তরফে গো ব্যাক স্লোগান দিতে থাকে, পুলিশের সাথে কিছু কথোপকথন করার পর ঘটনাস্থল ছেড়ে চলে যান সাংসদ। সুত্র মারফত জানা যায়, বুধবার কলেজের প্রিন্সিপাল অনুপস্থিত ছিলেন সে কারনে ডেপুটেশন দেওয়া যাবে না সে কারনেই কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ABVP এর সমর্থকদের। ঘটনা প্রসঙ্গে ABVP-র দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন মঙ্গলবার চক্রান্ত করে ABVP-র চার সদস্যকে মারা হয়েছে কলেজে ক্যাম্পাসে, একজন ছাত্রের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে, আহত হয়েছে কয়েকজন ছাত্রীও, আর এ সবটাই ঘটেছে পুলিশের সামনে, এর জন্য প্রিন্সিপালকে জবাব দিতে হবে, আমরা প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছিলাম পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হই, পাশাপাশি তিনি আজ অনুপস্থিত, সবটাই তৃণমূলের সাথে যোগসাজশ করে পুলিশকে দিয়ে করছে, পাশাপাশি তিনি আরও জানান এই নক্কার জনক ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী, যা বুধবার বিকেল থেকেই শুরু হবে, পাশাপাশি আমরা আবার আসো এই কলেজে প্রিন্সিপালের সাথে কথাও বলবো, মঙ্গলবারের সিসিটিভি ফুটেজ সামনে আনতে হবে প্রিন্সিপালকে। পাশাপাশি দুপুরেই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ মোড় এলাকায় ABVP-র তরফে কলেজের প্রিন্সিপাল ও নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহার ছবি দিয়ে কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি সামগ্রিক ঘটনার তীব্র নিন্দা করে কলেজ ক্যাম্পাসে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চক্রান্ত চালাচ্ছে ABVP এমনটাই দাবী করেন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের TMCP-র মহিলা নেতৃ দিশা ভট্টাচার্য, তিনি আরও বলেন ABVP সবটাই নাটক করে প্রশাসন ও মিডিয়ার কাছে বলছে, এদিন ঘটনাস্থলে সাংসদ পৌছানো বিষয়কে কটাক্ষ করে তিনি আরও বলেন ABVP বলে ওদের সংগঠন অরাজনৈতিক, তাহলে এখানে সাংসদকে আসতে হলো কেন, ওদের সংগঠন কি সেটা আজ সবাই দেখলো, সবটাই সকলের সামনে পরিস্কার হলো।
Gopal Biswas, Nadia-On Wednesday, there was again excitement in Navadwip Vidyasagar College premises. The incident took place on Tuesday morning at Navadwip Vidyasagar College campus. ABVP alleges that like every day on Tuesday, brothers and sisters of our organization went to college like all the students, but in a pre-planned manner, TMCP from the student body, suddenly attacked by outsiders in which three of our sisters including one brother were seriously injured, to learn from them. The entire incident took place in front of the police, he said, adding that the ABVP supporters were also attacked with various objects including rods from the union house. On behalf of ABVP, a deputation was taken to the principal of the college protesting against this incident. Accordingly, on Wednesday around 3:30 in the afternoon, ABVP appeared on behalf of Nabadwip Vidyasagar College, but the police administration of Nabadwip police station was already present outside the gate of the college, and ABVP had to face the obstacles of the police. Inside the gate of the college, Go Back slogans were chanted by TMCP, as well as against TMCP and the principal of the college by ABVP, this slogan went on for quite some time, counter slogans, as well as in the face of police obstruction. After not being able to enter the college gate, they erupted in anger and were heard shouting slogans on behalf of the ABVP and against the police. After some time, Ranaghat Lok Sabha MP Jagannath Sarkar, Member of Parliament appeared at Navadwip Vidyasagar College, but he was stopped from entering the college, moreover, seeing MP Jagannath Sarkar from inside the college, he started shouting Go Back slogans on behalf of TMCP, after some conversation with the police, he left the scene. According to sources, ABVP supporters were not allowed to enter the college because the principal of the college was absent on Wednesday. Regarding the incident, ABVP South Bengal State Secretary Anirudh Sarkar said on Tuesday four members of ABVP were killed on the college campus, one student was shifted to the district hospital as his condition was critical, he is now battling death, some female students were also injured, and an All this happened in front of the police, the principal has to answer for this, we came to meet the principal, we were stopped by the police, and he is absent today, all this is being done to the police in connivance with the Trinamool, he also said that there will be protests across the state against this shocking incident. Along with the protest programme, which will start from Wednesday afternoon, we will also come and talk to the principal in this college, the principal will bring the CCTV footage of Tuesday. Also, in the afternoon, ABVP staged a protest in Nabadwip Vidyasagar College Mor area by burning effigies of college principal and Nabadwip mayor Biman Krishna Saha. In addition, Disha Bhattacharya, woman leader of TMCP of Navadwip Vidyasagar College, claimed that ABVP is plotting to create an atmosphere of unrest in the college campus by strongly condemning the entire incident. He also said that ABVP says that their organization is non-political, then why did the MP come here, what is their organization, everyone saw today, everything became clear in front of everyone.