টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে ভর্তি শুরু হচ্ছে ৫ নভেম্বর


নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে উচ্চশিক্ষার প্রসারে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম স্কুলে সাধারণ পঠন-পাঠনের পাশাপাশি নীতি শিক্ষা ও মূল্যবোধের পাঠ দেওয়া হয়। বিগত কয়েক বছর ধরে শহরের এই স্কুলে ছাত্র সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সেই কথা মাথায় রেখে প্রাথমিক স্তর থেকে আরো বেশি ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে তৈরি হয়েছে নতুন স্কুল ভবন। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এই স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। একথা জানিয়েছেন স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সঙ্ঘাত্মানন্দজি মহারাজ। তিনি জানান, বহু ছেলেমেয়ে এই স্কুলে ভর্তি হতে চায়। কিন্তু তাদের বসার জায়গা দেওয়া যেত না। সেই কথা মাথায় রেখেই ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত স্কুল ভবন তৈরি করা হয়েছে। আগামী ৫ নভেম্বর সকাল আটটা থেকেই শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। স্কুলে সরাসরি এসে ফর্ম তুলে ভর্তি হওয়া যাবে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights