টালিগঞ্জের কলা কুশলীরা সরস্বতী পুজোয় মেতে উঠলো নাচ, গান আর আড্ডায়


ইন্দ্রজিৎ আইচঃ টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক শিলাদিত্য মৌলিক এর আয়োজনে ও আমন্ত্রণে সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত আনন্দ, হৈহৈ, আড্ডা, পুষ্পাঞ্জলি, ভোগ খাওয়া, নাচ গানে মেতে উঠলো টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক, সঙ্গীত শিল্পীরা। টালিগঞ্জে ইন্দ্রপুরী স্টুডিওর উল্টোদিকে ৯ নম্বর স্টুডিওতে গিয়ে দেখাগেল স্টুডিও সাজ সাজরব। উপস্থিত ছিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত, যস, সাহেব চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ, রুদ্রনীল ঘোষ থেকে অভিনেত্রী অঙ্কিতা, সায়ন্তনী গুহ ঠাকুরতা সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল “সিনেমা সরস্বতী”।সকলেই তাদের ছোটবেলার স্মৃতি, সরস্বতী পুজোর আনন্দ ও নানা মুহূর্ত নিয়ে মেতে ওঠেন সকলে। মঞ্চে অনেকেই সংগীত পরিবেশন করেন। ছিল নাটক, আবৃত্তি। সবমিলিয়ে এদিনের সন্ধেটা জমে উঠেছিল দারুন ভাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights