১৬ থেকে ১৮ জুন কলকাতায় ট্যুরিজম ফেয়ার ক্ষুদিরামে


নিজস্ব সংবাদঃ কথাতে আছে, বাঙলীর পায়ের তলায় সর্ষে। এই ভ্রমণ প্রেমিক বাঙালিরা খুব বেড়াতে যেতে ভালোবাসে। ঠিক ঠাকভাবে বেড়াতে যেতে গেলে ভালো এজেন্টের প্রয়োজন হয়। দ্য পার্টনার অ্যাসোসিয়েশন ও ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এক সাথে আগামী ১৬ থেকে ১৮ জুন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত করছে কলকাতা ট্যুরিজম ফেয়ার । এই মেলা সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

১৪ তারিখ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা ট্যুরিজম ফেয়ারের পক্ষে পরিচালক সুব্রত ভৌমিক জানালেন এবারের মেলা ১৬ তম। আমরা এই মেলা ভারতবর্ষের ১২ টা শহরে করে থাকি। এবারের এই ট্যুরিজম মেলায় ১০০ জনের বেশি পার্টিসিপেন্ট থাকছে। এই ট্যুরিজম ফেয়ারের ভাইস প্রেসিডেন্ট কৌশিক ধর জানালেন আগামী ১৬ জুন শুক্রবার সকাল ১১ টায় এই মেলা উদ্বোধন করবেন সঙ্গীত শিল্পী ও রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। থাকবেন পর্বত আরোহী পিয়ালী বসাক।

এই মেলার আর এক আয়োজক অমিতাভ সরকার বলেন আমরা প্রায়শই শুনে থাকি, অনেক মানুষ বেড়াতে গিয়ে প্রতারিত হয়েছেন বা হচ্ছেন। হোটেলে নানা ধরণের খারাপ ব্যাবহার পান, অনেকেই ভালো খাবার বা ভালো পরিষেবা পান না। এর জন্যে এই তিনদিন ধরে সরকারের প্রতিনিধিদের সাথে সারা ভারতের ট্রাভেল এজেন্ডদের আলোচনা হবে। কোনো পর্যটক যাতে বেড়াতে গিয়ে সমস্যায় না পড়েন তার জন্যে এই মেলার মাধ্যমে সঠিক ভাবে পরিষেবা দেবার চেষ্টা করবে এই সংস্থা। আমাদের সারা বাংলায় এজেন্ট এর সংখ্যা ২৮০ জন। আর অল ইন্ডিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন এর মেম্বার সংখ্যা ৪৫০০ জন। আমরা আশা করবো এই কলকাতা ট্যুরিজম মেলা থেকে যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা অনেক নতুন নতুন জায়গার হদিস পাবেন।

Own news: It is said, Bengali is under the feet of Sarsh. These travel loving Bengalis love to travel a lot. Proper travel requires a good agent. The Partner Association and Travel Agents Association of Bengal are jointly organizing Kolkata Tourism Fair from 16th to 18th June at Khudiram Practice Center in Kolkata. This fair will be open from 11 am to 8 pm. In a press conference at the Kolkata Press Club on the 14th, Director Subrata Bhowmik said on behalf of the Kolkata Tourism Fair that this year’s fair is the 16th. We hold this fair in 12 cities of India. This year’s tourism fair has more than 100 participants. Kaushik Dhar, vice president of this tourism fair, said that musician and state tourism minister Babul Supriya will inaugurate this fair at 11 am on Friday, June 16. There will be mountaineer Piali Basak. Another organizer of this fair, Amitabh Sarkar, said that we often hear that many people have been or are being cheated while traveling. There are many bad practices in hotels, many don’t get good food or good service. For this, travel agents from all over India will hold discussions with government representatives for these three days. This organization will try to provide proper service through this fair so that no tourist gets into trouble while traveling. We have 280 agents all over Bengal. And the number of members of All India Travel Association is 4500 people. We hope that those who love to travel will find many new places from this Kolkata Tourism Fair.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights