[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/gkbzkCiH_WM” align=”center”][vc_column_text]মালদা : গৌড় ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন বাষিক সাধারণ সভার আয়োজন করা হল। রবিবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। এদিন এই বাষিক সাধারণ সভায় বিগত দিনের আয়, ব্যায় সহ ব্যাবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় এদিন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সভাপতি আব্দুল মালেক সহ অন্যান্যরা।[/vc_column_text][/vc_column][/vc_row]