মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:আশংকা জনক অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই ড্রাইভার।জানা গিয়েছে আজ ভোর পাঁচটা নাগাদ কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে সংস্থার একটি বাস যাত্রী নিয়ে রওনা হয়। কোচবিহার শহরের অদূরেই খাগড়াবাড়ি চৌপতি এলাকায় এন বি এস টি সির শিলিগুড়ি নামে সেই বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে এনবিএসটিসি বাস ড্রাইভার ও কন্ডাক্টর এর সঙ্গে সেই পিকআপ ভ্যানের ড্রাইভার এর বছর সহায় এবং তারা ক্ষতিপূরণ দিতে স্বীকার করে। আর তারপরেই বেশ কিছু দুষ্কৃতি এসে লোহার রড দিয়ে এনবিএসটিসি বাসের সেই ড্রাইভারকে এলোপাতাড়ি মারতে থাকে। এমনকি? ঘটনার সময়কার ভিডিও এক মহিলা যাত্রী তার মোবাইলে ধারণ করলে তার মোবাইল ভেঙ্গে দেয় দুষ্কৃতীরা।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় এন বি এস টি সির ওই চালক কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি রোগীর সাথে কথা বলেন এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন।
