উত্তর দিনাজপুরে পুনঃ নির্বাচন


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর: ৮ই জুলাই রাজ্যের সমস্ত গ্রামগুলিতে পঞ্চায়েত নির্বাচন হয়। সেইমতো ভোট চলে রাজ্যের বিভিন্ন গ্রামগুলিতে। কিন্তু ভোটের সাথে চলে গুলি, বোমাবাজি, যার ফলে প্রাণ হারায় সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মীরাও। কিন্তু কেন এমন হলো? জানা যায়, ছাপ্পা ভোট করার চেষ্টার ফলেই এই হাল গোটা রাজ্যে। ফলে বন্ধ হয়ে যায় বিভিন্ন জায়গায় ভোট। সাধারণ মানুষ বাড়ি ফিরে আসে ভোট দিতে গিয়ে, কিন্তু ভোট না দিয়েই এ কেমন ব্যাপার? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে বিভিন্ন এলাকায়।
কিন্তু ভোট তো হতেই হবে। ৮ জুলাই নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই সমস্ত এলাকায় দ্বিতীয় বার নির্বাচন ঘোষণা রাজ্যের। আর সেই মতো ১০ ই জুলাই অর্থাৎ আজ সেই সমস্ত এলাকাগুলিতে পুনঃ নির্বাচন শুরু হয়। সাধারণ ভাবেই আন্দাজ করা যাচ্ছে যেহেতু ১০ই জুলাই ভোটের দিন নয় কারণ ৮ ই জুলাই রাজ্যে ত্রিস্তর নির্বাচন কমিশন হয়ে গেছে। আর এই সমস্ত এলাকাগুলিতে ভোট নির্বাচন কমিশন বন্ধ হয়ে যাওয়ার কারণে নতুন করে ১০ই জুলাই অর্থাৎ আজ পুনঃ নির্বাচন  শুরু হয়েছে। সেই কারণেই নতুন করে কোন রকম ঝঞ্ঝাট আসার ভয় নেই, এমনটাই আন্দাজ করা যাচ্ছে। আর সেই আন্দাজের ওপর ভিত্তি করেই আজকে পুনঃ নির্বাচন হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। সোমবার উত্তর দিনাজপুরের জেলার মোট ৪২ টি বুথে পুনঃনির্বাচন। যার মধ্যে রয়েছে করণদিঘীর পাঁচটি বুথ। যেগুলি হল বেলুয়া প্রাইমারি স্কুল বুথ, দুবেল ভাবানি SSK বুথে, ভগবানপুর প্রাইমারি স্কুল বুথের রুম নম্বর দুয়ে। দুলেহপুর শিশু শিক্ষা কেন্দ্রের এক নম্বর এবং দু নম্বর রুমে।

Mohammad Zakaria: North Dinajpur: Panchayat elections are held in all the villages of the state on July 8. Similarly, voting is conducted in different villages of the state. But with the polling came shootings, bombings, resulting in the loss of lives from common people to police personnel. But why is this? It is known that this is the result of the attempt to cast ballots in the entire state. As a result polling was stopped in various places. Ordinary people come back home to vote, but how is it without voting? Yes, that is exactly what happened in different areas. But the vote must be held. Due to the closure of the Election on July 8, the state has declared elections for the second time in all those areas. And like that on 10th July i.e. today the re-election in all those areas started. It is generally assumed that July 10 is not the polling day because the three-tier Election Commission has been constituted in the state on July 8. And due to the closure of the Election Commission in all these areas, the re-election has started on July 10, i.e. today. That is why it is assumed that there is no fear of any new disturbance. And based on that estimate, the state has ordered re-election today. Re-election in total 42 booths of North Dinajpur district on Monday. Which includes five booths of Karandighi. They are Belua Primary School Booth, Dubel Bhavani SSK Booth, Bhagwanpur Primary School Booth Room Number Two. Room number one and number two of Dulehpur Shishu Shiksha Kendra.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights