অনুষ্ঠিত হয়ে গেল উম্মীলন থিয়েটার গ্রুপের জাতীয় নাট্য উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি ঠাকুরপুকুর উম্মীলন থিয়েটার গ্রুপের আয়োজনে বেহালার ক্ষুদিরাম সব পেয়েছির আসর প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয়ে গেল চার দিনের জাতীয় নাট্যউৎসব। এই উৎসব উদ্বোধন করেন বিখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা চন্দন সেন। মঞ্চে উপস্থিত ছিলেন দলের সভাপতি ঘনশ্রী বাগ, ১২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ছন্দা সরকার এবং উম্মীলন থিয়েটার গ্রুপের কর্ণধার কুমারদীপ্ত মাইতি। এই চারদিনের উৎসবে মোট ১১ টি নাট্যদল অংশ নেয়। ছিল বিহারের নাট্যদল রঙ্গমন্ডল, এছাড়া ছিলো নটসেনা, থিয়েটার সাইন, পারমিক ব্যারাকপুর, কাঁচড়াপাড়া গ্রাম বাংলা মাইম, সালকিয়া আগন্তুক, স্বপ্নসৃজন, তিলজলা ঋতু, রঙ্গব‍্যঙ্গ আদিতিয়া, রাণীকুঠি আঙ্গিক, জানবি নাট্যদল এই উৎসবে অংশ নেয়। নাট্য উৎসবের শেষদিন ছিল নাট্য সেমিনার। বিষয় ছিল “বিদ্যালয়ের পাঠ‍্য সূচিতে নাট্যচর্চা বাধ্যতা মূলক করার প্রসঙ্গীকতা”। আলোচনায় অংশ নেয় সুরঞ্জনা দাসগুপ্ত, অমিত রোশন ও কিংশুক রায় প্রমুখ নাট্যব্যক্তিত্বরা। সবমিলিয়ে জমে উঠেছিল বেহালা ঠাকুরপুকুর উম্মীলন থিয়েটার গ্রুপের চারদিনের জাতীয় নাট্য উৎসব।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights