উত্তরবঙ্গঃ ধূপগুড়ি নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার জুরাপানি হাই স্কুল চত্বরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সাই মেডিকেয়ারের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন,লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সভাপতি দীপক আগারওয়াল,উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য ও জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান মিতালী রায় ,ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সুরজিৎ ঘোষ মহাশয় বিশিষ্ট শিক্ষক ইভান দাস , সংস্থার সম্পাদক বিপ্লব রায় সহ বিশিষ্টজনেরা। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন গাইনোকোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান সহ বিশিষ্ট চিকিৎসকরা। চক্ষু পরীক্ষা শিবির থেকে এদিন প্রায় ৫০ জনকে চশমা প্রদান করা হয় এবং বেশ কিছু জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রায় ৪০০ জন মানুষ এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।