“উত্তরণ”…এক অসাধারণ গল্প সংকলন


ইন্দ্রজিৎ আইচঃ কিছুদিন আগে কথোপকথন প্রোডাকসন্স (বিশ্বমানের চিরন্তন প্রকাশন ) থেকে প্রকাশিত হলো বিখ্যাত লেখক অশোকেশ মিত্রর লেখা ১৫ টি গল্প নিয়ে এক অনবদ্য গল্প সংকলন ” উত্তরণ “। লেখকের প্রতিটা গল্পে একুশ শতকের ভারতবর্ষে আধুনিক গ্রামজীবন, সামাজিক, পারিবারিক জীবনযাপনের চিত্রকলা অঙ্কিত হয়েছে। আবার কোনো কোনো কাহিনী মানবিক ভাবে হয়ে উঠেছে উত্তরণের অভিমুখ। একই সঙ্গে নবীন সময়ের ভাবনায় বেশ কিছু গল্প মন ভরিয়ে দেবে পাঠক পাঠিকা দের। ভালো লাগে পড়তে উত্তরণ, নিজেকে দেখা, পাগল আর কাকে বলে, সুখ, হারিয়ে যাওয়া, এই অবেলায়, এবার তবে আসি, সঞ্চারী, তিন মাথার কাছে বুদ্ধি নাও প্রমুখ এই গল্প গুলি। ১১২ পাতার এই উত্তরণ গল্প সংকলন টি এক কথায় সকলের সংগ্রহের যোগ্য।তমাল পালের প্রচ্ছদ, সুন্দর ছাপা এই উত্তরণ বইয়ের দাম ২০০ টাকা।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights