বিধায়িকা অগ্নিমিত্রা পল ভাইফোঁটা দিলেন দিলীপ ঘোষকে


শুভ ঘোষের রিপোর্টঃ বিজেপির প্রধান কার্যালয় মুরলীধর সেন লেনে, আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল ভাইফোঁটা দিলেন দিলীপ ঘোষকে। এছাড়াও বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে ফোঁটা দিলেন। কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে বিজেপির প্রধান কার্যালয় পালন করা হবে ভাতৃদ্বিতীয়া উৎসব, দিলীপ ঘোষ কালকের কিছু বিশেষ কাজের জন্য বাইরে থাকছেন সেক্ষেত্রে আজকেই বিজেপির প্রধান কার্যালয়ে এসে সম্পন্ন করলেন ভ্রাতৃদ্বিতীয়া উৎসব

Bjp’s head office at Murlidhar Sen Lane, Asansol MLA Agnimitra Paul gave a brother’s drop to Dilip Ghosh. Other BJP workers and supporters also gave drops to Dilip Ghosh. From tomorrow i.e. from tomorrow, the bjp’s head office will be celebrated as brother’s festival, Dilip Ghosh is out for some special work tomorrow, so today he came to the BJP headquarters and completed the fraternal festival.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights