ভাটপাড়ার পদ্মপুকুর রোডে তৃণমূল নেতাকে গুলি, গোষ্ঠী দ্বন্দের জেরে ঘটনা দাবি বিজেপির


বিশ্বজিৎ নাথঃ বাড়ির সামনে তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের। আক্রান্ত তৃণমূল নেতার নাম অসীম রায় ( ৫৬)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর রোডের ফিঙ্গাপাড়া বটতলা যুবকবৃন্দ ক্লাবের কাছে। আক্রান্ত অসীম বাবু ভাটপাড়ার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কনভেনার। আক্রান্ত অসীম বাবু জানান, রথতলা বাজারে পার্টি অফিসে যাবার জন্য বাড়ির ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলেন। তখন দুটি সাইকেলে তিনজন যুবক হামলা চালায়। গুলি চালাতে গেলে হাত দিয়ে বাধা দিলে লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর পালাতে গিয়ে রাস্তায় পড়ে গেলে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। অসীম বাবুর অভিযোগ, বিজেপির লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে এই ঘটনা। পুকুর ভরাট, জমির দালালি, তোলাবাজি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দের কারণেই গুলির ঘটনা। ওনি একজন দুষ্কৃতী। একদা ফিঙ্গাপাড়া ও রথতলার ত্রাস বাবু মিত্রের আমলে ওনি দুষ্কৃতী কার্যকলাপ করতেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights