নদীয়ায় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উপস্থিতিতে সম্পন্ন হলো বিজয়া সম্মিলনী


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। শুক্রবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন  নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ তৃণমূলের এক ঝাক শীর্ষ নেতৃত্ব। তবে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে কয়েকশ তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবীণ তৃণমূল কর্মীরাও। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, আজ শান্তিপুর শহরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করা হলো আগামী দিন ব্লকে করা হবে। তবে শান্তিপুরের প্রত্যেকটি কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা তৃণমূল কাউন্সিলর যেভাবে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মানুষকে একত্রিত করেছে তা অভাবনীয়। যদিও এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধানসভার অভিভাবক স্নেহাশিস চক্রবর্তী।
Gopal Biswas, Nadia: A group of top leaders of the Trinamool Congress at the Vijaya Sammelan event of the Trinamool Congress. On Friday, the Trinamool Congress organized the Vijaya Sammelan program at the Trinamool Congress building in Shantipur town. Tmc’s Nadia South president Debashish Ganguly and Santipur TMC MLA Braj Kishore Goswami were present on the occasion. Santipur municipality chairman Subrata Ghosh, vice-chairman Kaushik Pramanik and a top tmc leader. However, hundreds of trinamool workers and supporters were present at the vijaya sammelan, as well as senior trinamool workers. Speaking on the occasion, the TMC MLA from Shantipur said, “The Vijaya Conference was held in Shantipur town today and it will be held in the block the next day. The MLA, however, thanked every councillor of Shantipur. He said the way every grassroots councilor has brought the people together in this Vijaya Sammelan event by working tirelessly is unimaginable. However, state minister and Guardian of the Legislative Assembly Snehasish Chakraborty was present as the special guest at the vijaya sammelan.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights