পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কংগ্রেসের কর্মী সভা, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী!


মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ বাংলার দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তার আগেই মাঠে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই, আর তাই সেদিকে লক্ষ্য রেখে জাতীয় কংগ্রেসের বুথ স্তরের বুথ কমিটি গঠন নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয় রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার দোমোহনা পঞ্চায়েতের মাগনাভিটা এলাকায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপু দাস মন্ত্রী বলেন: তৃণমূলের প্রতি মানুষ এত বিক্ষিপ্ত হয়ে গেছে, শুধু মানুষ নয়, তিনি মনে করেন তৃণমূলের মানুষেরাও তৃণমূলের থেকে বিক্ষিপ্ত হয়ে গেছে। তৃণমূলের দুর্নীতি এখন পাহাড় প্রমাণ। মুখ্যমন্ত্রী যে অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন সে সম্পর্কেও এদিন মুখ খোলেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী ও রায়গঞ্জ লোকসভার প্রাক্তন সাংসদ দীপা দাস মুন্সী। কংগ্রেস সূত্রে জানা যায় দীপা দাশমুন্সি নেতৃত্বে রবিবার সাংগঠনিক আলোচনা সভা করা হয়। কংগ্রেস নেতাদের দাবি নির্বাচনের তারিখ ঘোষণার আগে ব্লকের সমস্ত বুথে কর্মীদের শক্তিশালী করে তুলবো। উপস্থিত ছিলেন উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সী, ছিলেন পশ্চিমবঙ্গ উপদেশ কংগ্রেস কমিটির সদস্য আবুবাক্কার, চাকুলিয়া ব্লকের পি.সি.সি. এর মেম্বার মোস্তফা, করণদিঘি ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম, করণদিঘী যুব কংগ্রেসের সভাপতি সারোয়ার আলম সহ অন্যান্য কংগ্রেসের নেতাকর্মীরা এদিন এই সভায় উপস্থিত ছিলেন।

North Dinajpur: All the political parties have taken to the field before the panchayat elections are knocking on the doors of Bengal, before the date of the election is yet to be fixed, and keeping that in mind, a workers’ meeting was held in Magnavita area of Domohana panchayat of Karandighi assembly of North Dinajpur district on Sunday to form booth-level booth committees of the National Congress. Former MP Dipu Das Munshi said, “People have become so scattered towards the Trinamool, not only the people, but he thinks that the people of the Trinamool have also become scattered from the Trinamool. Grassroots corruption is now proof of the hills. Former Union minister and former Raiganj Lok Sabha MP Deepa Das also spoke about the personal attack on Adhir Chowdhury by the chief minister. According to Congress sources, an organisational discussion meeting was held on Sunday under the leadership of Deepa Dasmunsi. Congress leaders demanded that they will strengthen the workers at all the booths in the block before the election dates are announced. Former Union Minister Deepa Das Munshi, West Bengal Advisory Congress Committee member Abubakker, P.C.C. of Chakulia block were present on the occasion. Its member Mostafa, Karandighi Block Congress President Abul Kashem, Karandighi Youth Congress President Sarwar Alam and other Congress leaders and activists were present at the meeting.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights