গোপাল বিশ্বাস – নদীয়াঃ রাজ্যে চার বিধানসভার উপনির্বাচনে ফের জয় জয়কার ঘাস ফুলের। পাশাপাশি ধরাশায়ী বিজেপি সহ সব বিরোধী রাজনৈতিক দলের। ২০১৯ লোকসভার পর নদীয়া দক্ষিণে তথা রানাঘাট লোকসভায় জয় পায় বিজেপি, তারপর ২০২১-এর বিধান সভায় নদীয়া দক্ষিণের সবকটি আসনে জয় লাভ করে বিজেপি, যেখানে একেবারে ধরাশায়ী হতে হয় ঘাস ফুলের, পরে শান্তিপুরে উপনির্বাচনে নিজেদের আসন পুনরুদ্ধারে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস। আর ২০২১-এর বিধান সভায় রানাঘাট দক্ষিণে জয় লাভ করে বিজেপির তরফে ডা. মুকুট মণি অধিকারী, তারপর রাজনৈতিক জল গড়িয়েছে বহু। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের পূর্বে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এই রানাঘাট লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়ে; তৃণমূলী ডা. মুকুট মণি অধিকারীর ওপর ভরসা করেই। কিন্তু সেখানে আসেনি সাফল্য, আর গত ১০ তারিখে সমাপ্ত হওয়া বিধান সভা উপনির্বাচনেও রানাঘাট দক্ষিণের আসন পুনঃরুদ্ধারের জন্য তৃণমূলের তরফে ভরসা রাখা হয় জীত গ্রহণে পিছিয়ে পড়া মুকুটের ওপরই। উল্লেখ্য বিগত দিনে নদীয়া দক্ষিণে তৃণমূলের একাধিক গোষ্ঠী কোন্দলের কথা উঠে আসলেও ডা. মুকুট মণি অধিকারী প্রথম থেকেই সকলকে সাথে নিয়েই চলার বার্তা দেন ও প্রচারেও তা দেখা যায়। আর ১৪ তারিখ ভোট বাক্স খোলা শুরু হতেই প্রথমে এগিয়ে থাকে বিজেপি, যদিও তা ক্ষণিকের ছিল, পরবর্তী সময়ে যত গণনা প্রক্রিয়া এগিয়েছে ততই তৃণমূল কংগ্রেস ও ডা. মুকুট মণি অধিকারীর হাসি চওড়া হতে দেখা যায়। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্র ছিল রানাঘাট কলেজে। সকাল থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় কলেজ চত্বর, ১৪৪ ধারাও জারি থাকে নির্দিষ্ট এলাকা জুড়ে। এদিন মোট ১১টি রাউন্ড গণনা পর্ব চলে। জানা যায় কেন্দ্রে লোকসভা নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধান সভা এলাকায় পিছিয়ে ছিলো তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে। আর এদিন চূড়ান্ত ফল ঘোষণার পর তৃণমূলের ডা. মুকুট মণি অধিকারী জয় লাভ করে ৩৯০৪৮ ভোটে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই গণনা কেন্দ্র থেকেই চওড়া হাসি নিয়ে জয়ীর মণি মাথায় নিয়ে বেরিয়ে ছিলেন মুকুট মণি, যদিও সেটা বিজেপির হয়ে, আর এবারেও সেই চওড়া হাসি নিয়ে বিধায়ক নির্বাচিত হয়ে গণনা কেন্দ্র ছাড়েন ডা. মুকুট মণি অধিকারী।
এদিনও তিনি একগাল চওড়া হাসি নিয়ে বিধায়ক নির্বাচিত হয়ে গণনা কেন্দ্র ছাড়েন, তফাৎ এবার তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হলেন। গণনা কেন্দ্রে প্রথম থেকেই লক্ষ্য করা যায় মুকুট মণি অধিকারীকে আত্মবিশ্বাসী। আর এদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা হবার আগে থেকেই ঊচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থক থেকে নেতা-কর্মী সকলেই। এদিন জয়ের পর ডা. মুকুট মণি অধিকারীকে জয়ী ঘোষণা করে তার হাতে জয়ের শংসাপত্র তুলে দেন রানাঘাটের মহকুমা শাসক। জানা যায় রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ডা. মুকুট মণি অধিকারী মোট ভোট পায় ১১৩৫৩৩, বিজেপির মনোজ কুমার বিশ্বাস পায় ৭৪৪৮৫ টি ভোট। সেখানে ডা. মুকুট মণি অধিকারী জয় লাভ করে ৩৯০৪৮ টি ভোটে। জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডা. মুকুট মণি অধিকারী জানান এই জয়, রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার সমস্ত মানুষের জয়। পাশাপাশি তিনি এই জয় উৎসর্গ করেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্ধোপাধ্যায়কে। এরই পাশাপাশি এদিন তিনি তাঁর দলের সকল নেতৃত্বসহ কর্মী সমর্থকদেরও ধন্যবাদ জানান। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃণমূলের পরাজয়, তার কয়েক মাসের মধ্যেই উপনির্বাচনের এই ফলাফল কিভাবে, প্রশ্নের জবাবে মুকুট মণি জানান মানুষ বুঝতে পেরেছে, তারা হয়তো ভুল করেছিলো লোকসভা নির্বাচনে, তারা একজন অযোগ্য মানুষকে নির্বাচিত করে ফেলেছিলো, তাই তারা সকলে তাদের ভুলটা শুধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা রেখেছেন। পাশাপাশি তিনি আরও জানান এই জয় সকল মতুয়া ভক্ত পাগল গোঁসাইদের জয়; যাদের বিজেপি এতদিন ভুল বুঝিয়ে এসেছে, এখন মানুষ সবটাই বুঝতে পেরেছে। জয়ী তো হলেন, এবার কোন কোন কাজ গুলো করবেন প্রথমেই? প্রশ্নের জবাবে মুকুট মণি অধিকারী জানান আমরা এতোদিন দেখেছি আর মানুষও আমাদের অনেক সমস্যার কথা জানিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় রাস্তার কাজ সবার আগেই করা হবে। যদিও নির্বাচনের দিন থেকে গণনার দিন বিরোধীদের করা সব অভিযোগকে নস্যাৎ করে দেন ডা. মুকুট মণি অধিকারী। সব মিলিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া মুকুট মণি অধিকারীর পুনরায় বিধায়ক পদ ফিরে পাওয়ায় এদিন শুধু তৃণমূলের তরফে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়নি মুকুট মণি অধিকারীর অনুগামীদেরও যথেষ্ট উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়, পাশাপাশি উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় অসংখ্য মতুয়া ভক্তদেরও।