মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে দুর্গাপূজা কার্ণিভ্যাল প্রতিটি জেলার বিভিন্ন ব্লকে আয়োজন করা হয়েছে , বীরভূম তথা বোলপুর ব্লক তার কোন বৈসাদৃশ্য রাখেনি, অত্যন্ত সমারোহের সাথে । পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতিক দপ্তর ও বোলপুর পৌরসভা এবং বোলপুর প্রশাসনের তরফ থেকে অত্যন্ত নিপুন সহযোগিতা ও আয়োজনের মাধ্যমে বোলপুরবাসীর আন্তরিক প্রচেষ্টায় এবারও খুব সুন্দর ভাবে বোলপুর ব্লকের দুর্গাপূজা কার্ণিভ্যাল অনুষ্ঠিত হলো। যেখানে মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, মাননীয় মন্ত্রী চন্দনাথ সিনহা মহাশয় (ক্ষুদ্র বস্ত্র শিল্প উন্নয়ন মন্তক ও জেলমন্ত্রী) উপস্থিত ছিলেন পৌর মাতা পর্ণা ঘোষ, উপ পৌর পিতা জনাব ওমর শেখ, তথ্য আধিকারিক বোলপুর মহকুমা এবং অন্যান্যরা । সকলের একাত্মতায় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবং মাননীয়া পৌর মাতা, পর্না ঘোষ মহাশয়ার কন্ঠে উদ্বোধনী সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়। এই কার্নিভাল বোলপুরের ১৪ টি ক্লাব ও বারোয়ারি মিলে এই আনন্দদায়ক ও আনন্দ বিনোদনের মাধ্যম হয়ে বোলপুরবাসীকে দেবীর বিসর্জন ও বিজয়ের শুভেচ্ছা বার্তার মাধ্যমে তারা তাদের বিভিন্ন সংস্কৃতি কালচারকে তুলে ধরেন, মানুষের মধ্যে আরও একটি নতুন শিক্ষা ও জ্ঞানের উন্মোচন ঘটালো, মাননীয় অনুব্রত মণ্ডল এবং মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাদের বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।