বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ কুপার্স পৌরসভায় আয়োজিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক, রানাঘাট দক্ষিণ ডঃ মুকুটমণি অধিকারী, মাননীয় জেলাশাসক, নদিয়া, এস অরুণপ্রসাদ আইএএস, মাননীয় মহকুমা শাসক, রানাঘাট তথা কুপার্স পৌরসভার প্রশাসক ভরত সিং আইএএস, রানাঘাট অ্যাপেলো ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর, স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়ার কৃষ্ণনগর শাখার আরবিও এর রিজিওনাল ম্যানেজার, এসিএমওএইচ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে পরিষেবা প্রদানে ছিলেন অ্যাপেলো ক্লিনিক এর চিকিৎসকেরা।
সেই সঙ্গে রাজ্য সরকারের মেডিকেল অফিসারেরা এবং কুপার্স সুস্বাস্থ্যকেন্দ্রের কর্মীরাও। উদ্যোক্তা সূত্রে, রক্তপরীক্ষা,ডেন্টাল চেকআপ সহ অন্যান্য পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হয়েছিলেন প্রায় দুই শত মানুষ। ১১ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সহায়ক যন্ত্র প্রদান করা হয়েছে। ৪টি হিয়ারিং এইড, ৪টি ট্রাই সাইকেল, ৩টি হুইল চেয়ার। কুপার্স পৌরসভার প্রশাসক তথা রানাঘাটের মহকুমা শাসকের কথায়, সম্প্রতি কুপার্স পৌরসভার অন্তর্গত একটি আরবান হেল্থ সেন্টার উদ্বোধন হয়েছে যা স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। এইরকম আরও একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। এছাড়াও পৌরসভা কতকগুলি আবর্জনা বাহী গাড়ির ব্যবস্থা করেছে যা সার্বিকভাবে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগ-জীবানু মুক্ত রাখতে সাহায্য করবে।