আবহাওয়া রিপোর্ট


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান রয়েছে নর্থইস্ট বে অফ বেঙ্গলে। পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার মোটামুটি ফেয়ার ওয়েদার থাকবে। বৃষ্টি হবে মালদায়, দিনাজপুরে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে অর্থাৎ ৩ তারিখ ৪ তারিখ ৫ তারিখ হালকা থেকে মাঝারি ধর্মে বৃষ্টি হবে ঠান্ডা সময় এক্টিভিটিও হবে। নর্থ বেঙ্গলের টেম্পারেচার অনেকটাই উঠে গিয়েছে, আপাতত ৩৬ চলছে। আগামীকাল থেকে এই তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে। সাউথ বেঙ্গলের ক্ষেত্রে আগামী তিন থেকে চার দিন মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত থাকবে। দু’ এক জায়গায় হয়তো ভারী বৃষ্টি হবে। সাউথ ২৪ পরগনা আর ইস্ট ওয়েস্ট মেদনাপুরে আজকে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। বীরভূমে ম্যাক্সিমাম জায়গায় হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টিপাত থাকবে। কলকাতায় আগামী দুই থেকে তিন ঘন্টায় কোন বৃষ্টির খুব একটা চান্সেস নেই। সাধারণত মেঘলা থাকবে আকাশ, আর দু’ এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩২ডিগ্রীর মধ্যে থাকবে। রাত্রের তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। উইন্ড থাকবে না, শুধু সতর্কতা আছে ; ঠান্ডাতেও আন্ডারস্ট্যান্ড লাইটনিং অ্যাক্টিভিটি। সময় ওপেন এরিয়াতে না থাকা এই আপডেট কন্টিনিউ দেওয়া হবে। কলকাতাতে নিম্নচাপ থাকার কারণে খুব একটা চান্স থাকবে বৃষ্টির। তবে আমরা দেখছি, দুটো ঘূর্ণবার্ত্তা রয়েছে, একটা রয়েছে নর্থইস্ট বরাবর উপরে অক্ষরেখায়। আরেকটা ঘূর্ণাবর্ত্য রয়েছে যার অবস্থান রয়েছে, ওয়েস্টেন্ডেল আন্ধ্রার কাছাকাছি ।দুটো গুণ্য মাত্রা যদি ক্লাস করে বা মার্জ করে তাহলে একটা পসিবিলিটি রয়েছে নিম্নচাপের। পরশু থেকে রেইন ফলটা কমে যাবে কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে ওয়েদার ইম্প্রুভ করবে ভারী বৃষ্টির সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর সাউথ ২৪ পরগণাতে প্রবেবিলিটি রয়েছে ।কলকাতার ক্ষেত্রে আগামী দুই থেকে তিন ঘণ্টা কোন রেইনফল নেই, কলকাতা বর্ধমান ভারি বৃষ্টির কোন চান্স নেই। মডারেট রেইন হবে, কলকাতায় মেঘলা আকাশ থাকবে।

At the moment, there is a cyclonic circulation located in the North East Bay of Bengal. The five districts of Darjeeling, Jalpaiguri, Kalimpong, Behar and Alipurduar will be fairly fair weather. It will rain in Malda, rain will increase in Dinajpur from tomorrow i.e. on The 3rd, 4th, 5th, light to moderate religion will rain in the cold time. The temperature of North Bengal has gone up a lot, for now 36 is going on. From tomorrow, the temperature will drop a lot. In the case of South Bengal, there will be cloudy sky for the next three to four days. There will be light to moderate rainfall. There may be heavy rain in one or two places. South 24 Parganas and East West Medinipur have chances of heavy rains today. There will be light to moderate rainfall at a maximum place in Birbhum. There is not much chance of rain in Kolkata in the next two to three hours. Generally, the sky will be cloudy, and light to moderate rain may occur at one or two places. The day temperature in Kolkata will be between 31 and 32 degrees. The night temperature will hover around 25 to 26 degrees Celsius. There will be no wind, there are only warnings; Understanding lightning activity even in cold. This update, which is not in the open area at the time, will be given continuity. Due to the low pressure in Kolkata, there will be a lot of chance of rain. However, as we can see, there are two cyclones, one on the upper axis along the Northeast. There is another cyclonic circulation that is located near the Westendale darkness. If two qualitative dimensions class or merge, then there is a possibility of low pressure. In the case of Kolkata, the rain fruit will be reduced from the day after tomorrow, in the case of Kolkata, the weather will improve, there is a possibility of heavy rain in East West Medinipur South 24 Parganas. In the case of Kolkata, there is no rainfall for the next two to three hours, there is no chance of heavy rain in Kolkata Burdwan. There will be moderate rain, there will be cloudy sky in Kolkata.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights