গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ নবদ্বীপ শহর একটি পুরাতন ও ঐতিহাসিক, ঐতিহ্যের শহর। শহরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে ও তাকে সংরক্ষণ করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হলো নবদ্বীপে, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ এর উদ্যোগে। আজ সকালে পর্ষদের সভা গৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত, ছিলেন গোবিন্দ দাস, বিডিও মন্তেশ্বরর। পুরাতত্ত্ব পরিষদের সভাপতি জীবন কানাই সাহা, শান্তি রঞ্জন দেব সহ অনেকে।
মূলত নবদ্বীপের সঠিক ইতিহাস জানা ও নবদ্বীপকে নিয়ে ভ্রান্ত ধারণা দুর করার লক্ষেই এই কর্মশালার উদ্যোগ বলে জানায় উদ্যোক্তারা। পুরাতত্ত্ব পরিষদের তরফে শান্তি রঞ্জন দেব বলেন নবদ্বীপ সম্পর্কে আমাদের সঠিকটা জানা দরকার ৷ কারণ আমরা যখন কোথাও বাইরে যাই আমরা বলতে পারি না, পাশাপাশি এখন মাস্টার ডিগ্রি বা শিক্ষা ক্ষেত্রেও গবেষণা করতে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের নবদ্বীপকে নিয়ে গবেষণা করতে বলে, সুতরাং সঠিক তথ্য ও ইতিহাসটা জানা খুবই প্রয়োজন, তাই আমাদের এই উদয়োগ। পাশাপাশি তিনি আরও বলেন এদিনের এই কর্মশালায় লায়ন্স ক্লাব অফ নবদ্বীপ তাদের যে ভাবে সাহায্য করেছে তাতে তিনি অভিভুত।
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.