নজরুল গীতি কর্মশালা ‌‌


উত্তর ২৪ পরগণা থেকে সুমাল্য মৈত্রের রিপোর্ট : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যগে শিশু কিশোর আকাদেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে ২৩/২৪/২৫ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার মোট‌ পঞ্চাশ জন ছাত্র ছাত্রীদের নিয়ে বারাসাত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিজস্ব ঘরে অনুষ্ঠিত হল তিনদিনের নজরুল গীতি কর্মশালা । ছাত্র ছাত্রীদের গানের তালিম দিলেন বিশিষ্ঠ সংগীত শিল্পী সৌম্য বসু‌ ‌। গানের তালিমের পাশাপাশি পিছিয়ে ছিল না সংগীত‌ শিক্ষার্থীরাও। এই কর্মশালায় তবলায় ছিলেন দেবজ্যোতি‌ গোস্বামী ‌/ পারকারসানে‌ প্রদীপ‌ সাহা এবং বাঁশিতে অজিত তালুকদার ‌। সম্পুর্ন অনুষ্ঠানটিতে সহোযোগিতা করছেন পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর‌ উত্তর চব্বিশ পরগনা ‌।

A three-day Nazrul Geeti workshop was organized by the Government of West Bengal on Wednesday, Thursday and Friday with a total of 50 students at the Barasat district information and culture department under the initiative of Hon’ble Chief Minister Mamata Banerjee. Renowned singer Soumya Basu trained the students in singing. Along with the training of music, the music students were not far behind. The workshop featured Debajyoti Goswami on tabla / Pradip Saha on Prakasan and Ajit Talukdar on flute. West Bengal Kazi Nazrul Islam Academy and District Information and Culture Department north 24 Parganas are supporting the event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights