নিজস্ব প্রতিবেদনঃ গতকাল অর্থাৎ ১৯ তারিখ অনুষ্ঠিত হল নবদ্বীপ যোগয়ণের যোগআসন প্রতিযোগিতা ২০২২। এই প্রতিযোগিতা একদিনেরই কিন্তু অনুষ্ঠান চলবে ১০ দিন। বিনা পারিশ্রমিকে যোগায়ণের কর্ণধার গৌর গোপাল সাহা বাকী ন’ দিন ধরে যোগাসন কর্মশালার আয়োজন করেছে।