গোপাল বিশ্বাস,নদীয়া- ২১জুন গোটা দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। আর এই দিনটিকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযথ সম্মানের সাথে পালন করা হলো নদীয়ার নবদ্বীপেও। এদিন সকাল আনুমানিক সারে ছ- টা নাগাদ নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর জন্মস্থান মন্দির এর সন্মুখ থেকে একটি ম্যারাথন দৌড় ও সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয় যোগায়ন নামক নবদ্বীপের এক যোগ প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে। শঙ্খ ধ্বনির সাথে এই কর্মসূচীর সূচনা করেন কিশোর কৃষ্ণ গোস্বামী, অদ্বৈত দাস মহারাজ শিক্ষক সুব্রতপাল প্রমুখ। সেখানেই কিশোর কৃষ্ণ গোস্বামী জানান আগে মানুুষ বাঘ সিংহকে ভয় পেত কিন্তু, এখন মানুষ মানুষ কে ভয় পায়, সে কারনে চিত্তকে স্থির করতে মনকে শান্ত করতে যোগের ভূমিকা অনস্বীকার্য, আর এই দিনে এ ধরনের কর্মসূচী আগামী প্রজন্মকে পথ দেখাবে। যা শহরের বিভিন্ন পথ ঘুরে রাধাবাজার বিবেকানন্দ মুক্ত মঞ্চে সমাপ্তি হয়। সেখানেই উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক সহ অনেকে। এই কর্মসূচীতে অংশগ্রহণ কারী সকলকেই মানপত্র ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক যোগায়নের তরফে জানায় যোগ যে ভাবে শরীরকে নিরোগ করে সে ভাবে পরিবেশকেও নিরোগ রাখতে প্লাস্টিকের ব্যাবহার বন্ধ, যত্র তত্র ময়লা ফেলা থেকে বিরত থেকে, গঙ্গা দূষণ রুখতে একাধিক সচেতনতা মূলক বার্তাও দেওয়া হয় এই কর্মসূচীর মাধ্যমে। পাশাপাশি তিনি আরও জানান নবদ্বীপ শহরে বছর ভর বিভিন্ন সামাজিক সংগঠন নিরলস ভাবে কাজ করে যায় এদিন তাদেরও সন্মান জানানো হয় ও তাদের গাছ উপহার দেওয়া হয়। সব মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নবদ্বীপ যোগায়নের উদ্যোগে শহরে প্রথম বর্ষের এহেন ব্যাতিক্রমি কর্মসূচীর আয়োজন কে বিধায়ক সহ সকলেই সাধুবাদ জানায়।
