দক্ষিণ দিনাজপুর : জানা গেছে কুশমন্ডি ব্লকের বছর আটের তানিশা আক্তার বেশ কিছুদিন ধরে তীব্র পেট ব্যথার সমস্যায় ভুগছিল। প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েও রোগ নির্ণয় হয়নি। পরবর্তীতে বুনিয়াদপুর পালস হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় গলব্লাডারে পাথরের কারণে তীব্র পেট ব্যথায় ভুগছে শিশুটি। যদিও এত কম কম বয়সী শিশুর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তার বাবুরা। পরবর্তীতে বুনিয়াদপুর কোর্ট মোড়ে পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসার আলো দেখেন রোগীর আত্মীয়রা। রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে একটি ২০ মিমি ও ১৫ মিমি পাথর বের করা হয় সঠিক অস্ত্রপ্চারের মাধ্যমে।। হাসপাতাল কর্তৃপক্ষদের কথায় সকলের মিলিত প্রচেষ্টাতেই এমন সাফল্য সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে চিকিৎসক আনিসুর রহমান বলেন “পরিপূর্ণ পরিকাঠামো ছাড়া এত ছোট বয়সীর বাচ্চার মাইক্রোসার্জারি করা সম্ভব ছিল না, এই এলাকায় ছোট বয়সে এই ধরনের জটিল অপারেশন বিগত দিনে হয়নি।” হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুল বাবু বলেন “সুষ্ঠুভাবে এই বয়সে ছোট বাচ্চার মাইক্রো সার্জারি করাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য সকল কর্মীদের সফল প্রচেষ্টার দ্বারাই তা সম্ভব হয়েছে.” রোগীর আত্মীয় আব্দুলসাত্তার বলেন ‘”এই হাসপাতাল আমাদের এলাকার গর্ব, বিগত দিনেও বহু মানুষ অস্ত্রপ্চারের মাধ্যমে সুস্থ হয়েছেন এখানে। আমার চাই কর্তৃপক্ষ এইভাবেই মানুষের সেবা করে চলুক।”
Success Stories
Transforming Lives: Real Stories from Our Patients
At Buniadpur Pulse Hospital, we focus on healing beyond just medical expertise. Our dedicated staff has helped many patients like Tanisha Akhter, proving our commitment to high-quality care. Here’s what our patients and their families have shared:
- My son was suffering, but the doctors here gave him a second chance. I'm incredibly grateful!
- The surgical team was not only skilled but also caring, making a tough time less stressful for us.
- Buniadpur Pulse Hospital is a treasure. Their exceptional care has impacted many families positively.