যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডঃ ত্রিগুণা সেন অডিটোরিযামে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর কিশোরীরা নাটকের মাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের চিন্তাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসে। প্লাস্টিক বিকল্প থেকে উষ্ণাযণ, গাছ বাঁচানো থেকে পরিবেশ উদ্বাস্তু ইত্যাদি নানান বিষয় উঠে আসে নাটক ও ছবির মাধ্যমে।
এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারম্যান তুলিকা দাস বলেন, যে নাটক জীবন আর জীবনের অভ্যাস বদলানোর কাজ করে। কৈশোর তাদের সমস্যাকে নিজেরা বুঝতে এবং বোঝাতে থিয়েটারকে হাতিয়ার করেছে – এই উদ্যোগ দেখে উপস্থিত সকলে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সিনির সিনিয়র ম্যানেজমেন্ট এবং বিশিষ্ট থিয়েটার ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার কমানোর শপথ নেয় শিশুরা।