জামাইষষ্ঠীতে সড়া ও পাখা


নিজস্ব সংবাদ: আজ জামাইষষ্ঠী, বর্তমান বিশ্বায়নের যুগে আধুনিকতার জৌলুসের ছোঁয়ায় এইবছর বালুরঘাটে জামাইষষ্ঠীর বাজারে গতকাল বিভিন্ন রং দিয়ে কারুকাজ করা সড়া ও পাখা বিক্রি হতে দেখা গেলো, বালুরঘাট সৃজনী ক্লাবের পাশে ঢাকা কলোনীতে একদল শিল্পী এই সড়া ও পাখাগুলো তৈরী করছে। যা বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে স্বনির্ভর হওয়ার নতুন দিশা দেখাচ্ছে। এই বিষয়ে সরাসরি শুনে নেব বিক্রেতার মুখ থেকে –

About The Author


Verified by MonsterInsights