ভারতের জনপ্রিয় ব্র্যান্ড কিসনা এবার পূর্ব মেদিনীপুরে হাজির / India’s Popular Brand KISNA Diamond and Gold Jewlery Now Available in Purba Medinipur


চাঁদিপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ২৫শে সেপ্টেম্বর ২০২৫: ভারতের শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত হীরা-সোনা গহনার ব্র্যান্ড কিসনা এখন পূর্ব মেদিনীপুরের গ্রাহকদের নাগালেই। খুচরা যাত্রার নতুন অধ্যায় হিসেবে কিসনা মল্লিক জুয়েলারিতে তাদের উপস্থিতির ঘোষণা করেছে। শোরুমটিতে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সমসাময়িক ডিজাইনের হীরা, সোনা ও রূপার গহনার আকর্ষণীয় সংগ্রহ পাওয়া যাবে। এই বিশেষ অনুষ্ঠানে খুচরা অংশীদার মিঃ মনোজ মল্লিক, কিসনা রাজ্য প্রধান মিঃ হিমাদ্রি মুখার্জি, বিক্রয় ব্যবস্থাপক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর কিসনা মিঃ ঘনশ্যাম ধোলকিয়া বলেন,“চাঁদিপুরে সূচনা আমাদের স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আমরা আমাদের গ্রাহকদের বিশ্বস্ত, সুন্দর ও সাশ্রয়ী মূল্যের গয়না দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য ভারতের প্রতিটি কোণে কিসনার উপস্থিতি নিশ্চিত করা।”

Thank you for reading this post, don't forget to subscribe!

ডিরেক্টর মিঃ পরাগ শাহ যোগ করেন, “কিসনার উদ্দেশ্য কেবল গয়না বিক্রি নয়, বরং প্রতিটি হৃদয়ে বিশ্বাসের ঝলক ও সম্পর্কের সৌন্দর্য পৌঁছে দেওয়া। চাঁদিপুরের মতো সমৃদ্ধ শহরে আমাদের উপস্থিতি সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।” খুচরা অংশীদার মিঃ মনোজ মল্লিক বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাঁদিপুরের গ্রাহকদের চমৎকার ডিজাইন, গুণমান ও পরিষেবার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত এই শোরুম শহরের জুয়েলারি খুচরা বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।” এখন চাঁদিপুর ও পূর্ব মেদিনীপুরের গ্রাহকরা নিজেদের শহরেই কিসনা-এর বিশ্বমানের গহনার সংগ্রহ পাবেন – যা প্রতিটি বিশেষ মুহূর্তকে আরও উজ্জ্বল করে তুলবে।

Chandipur, Purba Medinipur, West Bengal, 25th September 2025: India’s leading and most trusted diamond and gold jewellery brand, KISNA, is now available for customers in Purba Medinipur district, West Bengal. Adding yet another remarkable chapter to its retail journey, KISNA inaugurated its exclusive presence at Mallik Jewellery. The showroom will offer customers an attractive range of diamond, gold, and silver jewellery – with contemporary designs at highly affordable prices. On this special occasion, retail partner Mr. Manoj Mallik, KISNA State Head Mr. Himadri Mukherjee, Sales Manager, and other dignitaries were present.

Speaking on the occasion, KISNA’s Managing Director, Mr. Ghanshyam Dholakia, said, “Har Ghar KISNA (Every Home KISNA) is our vision – and the beginning in Chandipur brings us one step closer to this dream. We are committed to providing trusted, beautiful, and affordable jewellery to our customers. Our goal is to ensure KISNA’s presence in every corner of India so that families can access premium quality jewellery products right in their own cities.” KISNA’s Director, Mr. Parag Shah, added, “KISNA’s purpose is not just to sell jewellery but to bring the sparkle of trust and the elegance of relationships into every heart. Our presence in a fast-growing and prosperous city like Chandipur reflects our vision of reaching every family with beautiful, high-quality, and reliable jewellery.” Retail Partner Mr. Manoj Mallik said, “It is an honor for us to associate with a prestigious and nationally renowned brand like KISNA. We are fully dedicated to offering customers in Chandipur an experience of excellent designs, quality, and service. We are confident that this showroom will set a new benchmark in the city’s jewellery retail landscape.” With this inauguration, customers in Chandipur and Purba Medinipur will now have access to KISNA’s world-class jewellery collection in their own city, making every occasion even more special.

About The Author


Verified by MonsterInsights