কলকাতা, ২০২৫: ভারতের জন্য এক গর্বের মুহূর্ত — আদিত্য গ্রুপ ইন্ডিয়ার চেয়ারম্যান অনির্বাণ আদিত্য এবং ভাইস চেয়ারম্যান অঙ্কিত অদিত্যকে গ্রেটার ম্যানচেস্টার বেঙ্গলি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন (জিএমবিইচসিএ) এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে “ম্যানচেস্টার শরদ সম্মানে”।
Thank you for reading this post, don't forget to subscribe!ম্যানচেস্টার শরদ সম্মান সেইসব ব্যক্তিত্বদের প্রদান করা হয়, যারা সংস্কৃতির সংরক্ষণ, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অসাধারণ ভূমিকা রাখেন। এ বছরের পুরস্কারপ্রাপ্ত অনির্বাণ আদিত্য ও অঙ্কিত আদিত্য তাঁদের নিরলস প্রচেষ্টা ও সমাজের প্রতি অঙ্গীকারের জন্য বিশেষভাবে প্রশংসিত হন। তাঁদের অবদান শুধু ভারতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরস্কারটি প্রদান করা হয় ম্যানচেস্টারের প্রাচীনতম ও অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা অনুষ্ঠানের মঞ্চে, যা প্রতিবছর আয়োজন করে জিএমবিইচসিএ।
অনির্বাণ আদিত্যের জন্য এই সম্মান ছিল বিশেষ আবেগঘন, কারণ ম্যানচেস্টার শহর তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। শহরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও সংস্কৃতির প্রতি তাঁর অঙ্গীকার অনুষ্ঠানের আবহে এক গভীর অনুরণন তোলে। আদিত্য গ্রুপের নেতৃত্ব সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাঁদের আরও অনুপ্রাণিত করবে ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন রচনায়, এবং বিশ্বব্যাপী সমাজকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে।
Kolkata: A proud moment for India on the global stage, Anirban Aditya, Chairman of Aditya Group India, and Ankit Aditya, Vice Chairman, have been honored with the Manchester Sarad Samman by the Greater Manchester Bengali Hindu Cultural Association (GMBHCA).
The Manchester Sarad Samman is awarded to individuals who exemplify excellence in cultural stewardship, visionary leadership, and community engagement. This year’s honorees, Mr. Anirban Aditya and Mr. Ankit Aditya, were lauded for their enduring contributions to cultural preservation and social development, both in India and abroad. The award was presented during the city’s oldest and most revered Durga Puja celebration, hosted annually by GMBHCA.
The ceremony also marked a sentimental return for Mr. Anirban Aditya, whose longstanding association with Manchester — a city he once called home — added a personal dimension to the honor. His continued commitment to fostering cross-cultural ties and empowering communities resonated deeply with the audience and organizers.
The Aditya Group’s leadership expressed gratitude for the recognition, reaffirming their dedication to initiatives that bridge tradition and progress across global communities.