নিজস্ব সংবাদ: প্রেস মিটের মাধ্যমে ঘোষণা করা হল আগামী ১৩ ই জুলাই কলকাতায় আয়োজন করা হয়েছে প্রেস্টিজ স্ফিয়ার পিআর দ্বারা পরিচালিত বেঙ্গল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫। উপস্থিত থাকবেন বাংলা সিনেমা জগতের স্বনামধন্য অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সহ আরও বিশিষ্ট জন। আপনার কি নিজস্ব বিজনেস ব্র্যান্ড আছে? আপনি কি নিজের ব্র্যান্ডের স্বীকৃতি চান? সারা বাংলা জুড়ে মানুষের মধ্যে নিজের ব্র্যান্ডকে আরও বেশি গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে চান? টলিউড অভিনেত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড জিতে নেওয়ার আনন্দটা সত্যিই আনন্দের! থাকছে ১০০-রও বেশী ক্যাটেগরি। নোমিনেশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আপনার ব্রান্ড নথিভুক্ত করুন ওয়েবসাইট businessexcellenceindia.com এ গিয়ে।
