কলকাতা, ২৭শে জুলাই ২০২৫: দক্ষিণি প্রয়াস ও তার শিক্ষা সংস্থা মাদুরদহ সত্যবৃত্তি বিদ্যালয়ের উদ্যোগে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আয়োজিত হল ৩৩তম প্রতিষ্ঠা দিবস। এ বছরের থিম ছিল “সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সঠিক কৌশল”— যার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে ডিজিটাল দুনিয়ায় সচেতন ও গঠনমূলক অংশগ্রহণ সম্পর্কে শিক্ষিত করে তোলা। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক, সমাজকর্মী ও সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের তৈরি একটি দেয়ালচিত্র, যেখানে বিমানের মাধ্যমে উচ্চাশা ও পরিসরের প্রতীক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন, এবং ডিজিটাল জগতের সুফল ও চ্যালেঞ্জ চিত্রায়িত করা হয়েছিল। এই চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়— ডিজিটাল সাক্ষরতা এবং প্রযুক্তির সচেতন ব্যবহার কীভাবে শিশুদের ক্ষমতায়িত করতে পারে।
Thank you for reading this post, don't forget to subscribe!অনুষ্ঠানের প্রধান অতিথি, এমপকেট-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মি. গৌরব জালান বলেন, “আজকের প্রজন্মের জন্য শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় থাকা নয়, বরং তার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধও অত্যন্ত জরুরি। দক্ষিণি প্রয়াসের মতো সংস্থার এই ধরনের উদ্যোগ ডিজিটাল এক্সপোজার ও নৈতিক সচেতনতার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে— এবং এই প্রয়াসের অংশ হতে পেরে আমি গর্বিত।” এই উপলক্ষে দক্ষিণি প্রয়াস-এর সভাপতি অনুভূতি প্রকাশ বলেন, “গত তিন দশকেরও বেশি সময় ধরে আমাদের লক্ষ্য একটাই— শিক্ষা, যত্ন এবং সমাজিক অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন। আগামী দিনে আমরা কলকাতার একটি আর্থিকভাবে পিছিয়ে পড়া পাড়াকে একটি পরিপূর্ণ, আত্মনির্ভর ও টেকসই কমিউনিটিতে রূপান্তরিত করার প্রয়াসে আছি — যাতে সেটি অন্যদের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে।”
শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মনির্ভরতা ও টেকসইতা— এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করেই দক্ষিণি প্রয়াস গড়ে তুলেছে তাদের কমিউনিটি মডেল। এই সংস্থাটি পরিচালনা করে একটি বিদ্যালয়, যেখানে ৩১৭ জন ছাত্রছাত্রী ও ৩৭ জন শিক্ষক রয়েছেন; একটি নারী ক্ষমতায়ন কেন্দ্র যেখানে ৩৫ জন মহিলার সক্রিয় অংশগ্রহণ রয়েছে, সঙ্গে রয়েছেন ৫ জন প্রশাসনিক কর্মী; এবং একটি স্বাস্থ্য সচেতনতা কেন্দ্র, যেখানে ১২ জন কর্মী নিয়মিত স্বাস্থ্য শিবির ও সচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেন। ৩৩ বছরের এই যাত্রা শুধুমাত্র একটি উদযাপন নয়— বরং ভবিষ্যতের পথে নতুন করে সংকল্প গ্রহণ করার একটি মুহূর্ত, যেখানে প্রতিটি শিশুকে গড়ে তোলা হবে এক একজন সচেতন, স্বনির্ভর ও সমাজদায়ী নাগরিক হিসেবে।
Kolkata, 27th July 2025: Dakshini Prayas, in collaboration with its educational wing Madurdaha Satyavritti Vidyalaya, successfully celebrated its 33rd Foundation Day at the Kolkata Centre for Creativity. The theme for this year’s celebration was “Learning how to navigate Social Media and Digital Outlets”, aiming to educate young minds on safe and productive engagement in the digital world. The event witnessed the presence of students, educators, social workers, and guests. The venue came alive with an artistic display of the theme, where children showcased a vibrant wall painting depicting elements like an aeroplane symbolising ambition and reach, icons of various social media platforms, and informative visuals highlighting both opportunities and challenges of the digital space. The artwork served as a powerful visual storytelling tool to explain how digital literacy and mindful usage of technology can empower the youth.
Chief Guest Mr. Gaurav Jalan, Founder and MD of mPokket, addressed the audience and shared valuable insights. In his words, “It is crucial for today’s youth to not only be active on digital platforms but also be aware of the responsibilities that come with it. Initiatives like this by Dakshini Prayas bridge the gap between digital exposure and ethical awareness, and I am honoured to be a part of it.” Speaking on the occasion, Ms. Anubhuti Prakash, President of Dakshini Prayas, said, “For over three decades, our mission has been to empower through education, care, and community engagement. As we look to the future, we are committed to transforming an economically weak neighbourhood of Kolkata into a holistic and self-sustaining community by 2030 — a model others can learn from and replicate.”
Dakshini Prayas is built on four foundational pillars: *Education, Health Care, Self-Reliance, and Sustainability. These principles guide all its endeavours — from running *Madurdaha Satyavritti Vidyalaya with 317 students and 37 teachers, to empowering women through its centre with 35 active members and 5 administrative staff, and conducting regular health camps and awareness drives with the support of a dedicated 12-member health team. As the organisation celebrates this landmark year, the focus remains firmly on nurturing responsible, informed, and empowered citizens — capable of leading themselves and their communities toward a brighter, more equitable future.