f8745040-af1b-418a-a5f6-2ce5f73f585d

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের মাসিক সাহিত্য আসরের উদ্যোগে ২৯শে জুলাই ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে এইদিন বিকেলে প্রেস ক্লাবের সভাঘরে সাহিত্য আসরের আয়োজন করা হয়। এইদিনের সাহিত্য আসরে জেলার কবি, সাহিত্যিক, গল্পকার, ছড়াকার ও সংস্কৃতিমনস্ক, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বদের উপস্থিতিতে সাহিত্য আসর সার্থক হয়ে উঠে। উদ্বোধনী সংগীত পরিবেশনের পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ করেন চন্দনা দেবনাথ (দাস)। স্বাগত ভাষণ দেন বর্ষীয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেব। বিদ্যাসাগরের জীবনচরিতের উপরে বক্তব্যের মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেন ড. সমিত কুমার সাহা, কৃষ্ণপদ মন্ডল, গজেন মন্ডল, অশোক কুমার দাস, কমল হালদার, জ্যোতির্ময় ঘোষ, দেবাশীষ অধিকারী, বাংলাদেশ থেকে আগত সাংবাদিক জিয়া শাহীন প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন ইলা সুত্রধর, শ্যামল রাহা, শংকর সাহা, অসীম তপস্বী, প্রমোদ সরকার, অদ্রীশ ভৌমিক, রুম্পা মজুমদার প্রমুখ। সমাপ্তি ভাষণ দেন বর্ষীয়ান সাংবাদিক সন্তোষ সাহা। সাহিত্য আসরটি সঞ্চালনা করেন যুগ্ম কনভেনার বীরেন্দ্র নাথ মাহাতো।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights