নিজস্ব প্রতিবেদনঃ একদম ঘাবরাবেন না এটি একটি বাংলা স্বপ্ল দৈর্ঘ্য ছবির বিষয়বস্তু। আজ তিলোত্তমার বিশেষ কিছু স্থানে তারই দৃশ্য শুটিং হয়ে গেলো। স্বল্পদৈর্ঘ্য এই ছবির নাম “জিহাদ”, ছবিটির কাহিনী সংলাপ ও পরিচালনা করেছেন বুবুন রায়, ছবিতে ডি ওপি হিসেবে কাজ করেছেন নীলার্দি সাহা (রাজ) বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন নিখিলেশ মন্ডল ও অনন্যা ঘোষ, এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নীল, অরিন্দম, কোয়েল। চলচ্চিত্র পরিচালক বুবুন রায় জানিয়েছেন মূলত সন্ত্রাসবাদীদের নিয়েই এই গল্প যেখানে উঠে আসবে শহর কোলকাতার নিরাপত্তা বলয় সংক্রান্ত কিছু বিষয় যাহা কাল্পনিকভাবে রূপদান করা হয়েছে এই ছবিতে। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এর দিন এই ছবি মুক্তি পাবে ওটিটি প্লেটফ্রমে। দেখাযাক এই ছবি দর্শক সাধারণের মনে কেমন ছাপ ফেলে ? আমরাও মুখিয়ে রয়েছি ছবিটি দেখার জন্য, আমাদের নিউজের পক্ষ থেকে বুবুন রায়ের সমগ্র টিমকে জানাই অনেক অভিনন্দন।
Self report: Don’t be alarmed at all This is the subject matter of a Bengali playback length film. Today, the scene was shot at some special places in Tilottama. The short film is titled “Jihad”, the story dialogues of the film are directed by Bubun Roy, The film stars Nilardi Saha (Raj) as DOP Nikhilesh Mondal and Ananya Ghosh in special roles, and neil, arindam, koel in some other important roles. The film’s director, Babun Roy, said that the story is mainly about the terrorists, where some of the issues related to the security forces of the city of Kolkata will come up which have been fictionalized in this film. The film will be released on THE OTT platform on August 15, the independence day. How does this film make an impression on the minds of the audience? We are also looking forward to watching the film, on behalf of our news, congratulations to the entire team of Bubun Roy.