0b1cb585-d143-42e8-85b8-312d847439c3

কলকাতা, ৭ই ডিসেম্বর ২০২৫: লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড, জেলা ৩২২বি১, আজ অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করলো ‘লায়নাথন ২.০ । সংহতি ও সমাজসেবার এক অনুপ্রেরণাদায়ক প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত এই ওয়াকাথনে প্রায় ১,৫০০ অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শিক্ষার্থী, প্রবীণ নাগরিক, ফিটনেস গ্রুপ, কর্পোরেট দল, বিশেষ শিশু এবং স্বেচ্ছাসেবক—সকলেই একত্রিত হয়েছিলেন এক অভিন্ন উদ্দেশ্যে: শৈশব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইরত শিশুদের জন্য সচেতনতা এবং সমর্থন বৃদ্ধি করা। দেশপ্রিয় পার্ক পার্ক থেকে শুরু হওয়া এই ওয়াকাথন সাউদার্ন এভিনিউ, গড়িয়াহাট, শরৎ বোস রোড হয়ে লায়েন্স চিল্ড্রেন কর্নার-এ এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগানের মাধ্যমে তুলে ধরেন প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সচেতনতার বার্তা।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এ.পি. সিং, আন্তর্জাতিক প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। তিনি অনুষ্ঠানের প্রশংসা করে বলেন—“লায়নাথন ২.০ অন্তর্ভুক্তি, সহমর্মিতা এবং সম্মিলিত দায়বদ্ধতার এক শক্তিশালী প্রতীক। আজ বিভিন্ন বয়স ও সক্ষমতার ১,৫০০-রও বেশি মানুষ একত্রে হেঁটেছেন ক্যান্সারের সঙ্গে লড়াইরত শিশুদের পাশে দাঁড়াতে। শুধু ফিটনেস বা ঐক্য নয়, এই ম্যারাথন চিকিৎসা ও যত্নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহেও সহায়তা করবে। এই মহৎ উদ্যোগে সকল স্পনসর, সমর্থক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” সাফল্যের প্রতিক্রিয়ায় লায়ন অজিত বেদ, প্রেসিডেন্ট, বলেন, “আজকের বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে তরুণ জীবনের সুরক্ষার প্রশ্নে কলকাতা একসঙ্গে দাঁড়ায়। লায়নাথন ২.০ শুধুমাত্র একটি ইভেন্ট নয়—এটি সচেতনতা ও কর্মের প্রতিশ্রুতি, যাতে দেরিতে শনাক্তকরণের কারণে কোনো শিশুকে কষ্ট পেতে না হয়।”

লায়ন নীতু বেদ, চেয়ারপার্সন, যোগ করেন, “আমরা বিশ্বাস করি সচেতনতাই ভাগ্য পরিবর্তন করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে আমরা ১,০০০ অসহায় শিশুকে বিনামূল্যে সার্ভিক্যাল ভ্যাকসিন প্রদান এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রতি সমর্থন জারি রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।” লায়ন সুশীল সোনি, সেক্রেটারি, বলেন, “এই হাঁটা ছিল আশা ও দৃঢ়তার প্রতীক। শৈশব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি কণ্ঠস্বর মূল্যবান—এই বার্তাই আজ পৌঁছে দিয়েছে।” উদ্দীপনা, করতালি এবং আবেগঘন স্লোগানে সমাপ্ত এই ওয়াকাথনের শেষে সবাই একবাক্যে ঘোষণা করেন— “কোনো শিশুকে একা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হবে না।” কলকাতার রাস্তায় আজ গড়ে উঠল মানবতা, আশা এবং ঐক্যের এক মহৎ উদযাপন—যা লায়নাথন ২.০-কে একটি সাধারণ ইভেন্ট থেকে এক অনুপ্রেরণাদায়ক আন্দোলনে পরিণত করলো।

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights