
গোপাল বিশ্বাস -নদীয়া- নবদ্বীপে কন্যাসন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ নিলো নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের তরফপ। ভারতীয় ডাক বিভাগের ব্যবস্থাপনায় এবং রামকৃষ্ণ মিশন, নবদ্বীপ শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মস্থানন্দ ভবনে অনুষ্ঠিত হল “সুকন্যা সমৃদ্ধি যোজনা” শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাক বিভাগের নদীয়া উত্তর মণ্ডলের বিজনেস এক্সিকিউটিভ শ্রী অনুপ বিশ্বাস, রুদ্রপাড়া শাখা ডাকঘরের পোস্টমাস্টার শ্রী মৃত্যুঞ্জয় ঘোষ, রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ, সহ-সভাপতি শ্রী সব্যসাচী মণ্ডল, সহ-সম্পাদক শ্রী সন্দীপ পাল সহ ডাক বিভাগের আধিকারিকবৃন্দ। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দও শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত আধিকারিকরা কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের এই জনমুখী প্রকল্পের গুরুত্ব, আর্থিক নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অভিভাবকদের নিজেদের কন্যাসন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার খাতা খোলার জন্য উৎসাহিত করা হয়। এই শিবিরে একাধিক সুকন্যা সমৃদ্ধি যোজনার খাতা খোলা হয় এবং আগামী দিনে আরও খাতা খোলা হবে বলে জানা গেছে। উপস্থিত সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও সচেতনতা শিবির আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।








