নদীয়ায় বিদ্যালয় মিলল মধুচক্রের হদিস, এলাকাবাসীর হাতে পাকড়াও তিন যুবতী সহ এক যুবক।


গোপাল বিশ্বাস, নদীয়া:-কিছুদিন আগে নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলের মধুচক্রের ঘটনায় পুলিশ পাকড়াও করে বেশ কয়েকজনকে। আজ আবারও নদীয়ায় মিলল মধুচক্রের হদিস। এবারের ঘটনাটি ঘটেছে নদীয়ার
কল্যানীর চার নম্বর ওয়ার্ড সতীমা মন্দির এলাকায়। জানা যায় ঐ মন্দিরে পাশে একটি বিদ্যালয়ে চলত মধুচক্রের আসর।আজ এলাকা বাসী তা হাতেনাতে ধরে ফেলে। সুত্র মারফত আরও জানা যায় ঐ স্কুলে দীর্ঘ সময় ধরে চলে আসছিল মধুচক্রের আসর। মৌখিকভাবে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার পরিবেশ ঠিক রাখতে এদিন পাড়া-প্রতিবেশীরাই হাতেনাতে ধরে ফেলে তিনজন মহিলা এবং একজন পুরুষকে। এলাকাবাসীর দাবি তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়ে আজ। তবে এই বিদ্যালয় মাঝে মধ্যেই তারা এবং তাদের ঘনিষ্ঠ যুবক-যুবতীরা আসা-যাওয়া করত। আজ হাতেনাতে ধরার পর কল্যাণী থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী অবশেষে পুলিশ এসে তিনজন মহিলা সমেতএকজন পুরুষ কে গ্রেপ্তার করে নিয়ে যায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights