হোটেল স্টেডেল এ হয়ে গেলো পি এন্ড সি র নববর্ষ র বাংলা ই ক্যালেন্ডার লঞ্চ


ইন্দ্রজিৎ আইচঃ পি এন্ড সি র আয়োজনে সল্টলেক স্টেডিয়ামে স্টেডেল হোটেলে হয়ে গেলো বিলকিস পারভীনের ভাবনা ও পরিকল্পনায় বাংলা ক্যালেন্ডার ১৪২৯ ক্যালেন্ডার লঞ্চ ও সোশ্যাল চেঞ্জ আওয়ার্ড। এই অনুষ্ঠানেই বাংলা ক্যালেন্ডার শুভ উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান মানসী রায় চৌধুরী, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জী, রিচা শর্মা, সংগীত শিল্পী গৌরব সরকার। উপস্থিত ছিলেন ১২ টি পাতার ১২ জন কলকাতার সেরা মডেলরা। এই সন্ধ্যায় সোশ্যাল চেঞ্জ আওয়ার্ড পেলেন বিখ্যাত ব্যাবসায়ী রতন ঝাওয়ার, সিটি কেবিল এর কর্ণধার সুরেশ শেঠিয়া, শালিনী শ্রী বাস্তব, কারুকৃতের কর্ণধার শুভাশিস সাহা, সমাজ সেবি নাগালিয়া জয়সওয়াল, ড. আশা কালোয়ার, সংগীতা সিনহা, রাজা জৈন, ঋতু নাগালিয়া, ভামা গৌর, দেবশ্রী নাড়ু, ইমরান জাকি সহ আরো অনেকেই। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পি এন্ড সি গ্রুপের প্রধান বিলকিস পারভিন। তিনি সকল অতিথিদের হাতে পুষ্পস্তবক, স্মারক তুলে দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights