
গোপাল বিশ্বাস -নদীয়া- বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপি নেতা ও মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি দাবি করেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে টানা তিনবার ক্ষমতায় থেকেও তৃণমূল সরকার রাজ্যকে প্রায় ৭৭ হাজার কোটি টাকার ঋণের জালে জড়িয়ে ফেলেছে। তাঁর অভিযোগ, বর্তমানে রাজ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মের মুহূর্ত থেকেই গড়ে ৭৭ হাজার টাকার ঋণের বোঝা বহন করছে। দেবজিৎ সরকার আরও বলেন, বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার কার্যত এককভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই শাসনব্যবস্থা রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ আজ শিল্পের শ্মশানে পরিণত হয়েছে। শিল্পোন্নয়নের অভাবে যুবক ও সাধারণ মানুষ কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা-সহ রাজ্যের ভোটারদের পক্ষ থেকে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিশ্রুত কলকারখানা ও শিল্প কোথায়? স্থানীয় যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে বলেও দাবি করেন তিনি। সবশেষে দেবজিৎ সরকারের মন্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ এই সমস্ত প্রশ্নের উপযুক্ত জবাব দেবে।
Thank you for reading this post, don't forget to subscribe!







