সুমিত ঘোষ মালদা: লাগলো যে দোল, বসন্ত এসে গেছে, ঠিক তাই আজ দোল উৎসব। আর এই দোল উৎসবের দিন গত কয়েক বছরের মতো এবারও মালদায়, শান্তি নিকেতন আদলে পালিত হচ্ছে বসন্ত উৎসব। তাই এই উপলক্ষে শুক্রবার সাত সকালে মালদা শহরের বুকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বর্ণময় প্রভাতফেরী আয়োজন করা হয়। প্রভাতফেরীতে সামিল বিভিন্ন বয়সীরা বসন্ত কেন্দ্রীক নাচে, গানে মাতোয়ারা হন। নাচ, গানের মাধ্যমে বসন্তকে আহ্বান জানান। প্রভাতফেরী শেষে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে মালদা শহরের ডি.এস.এ প্রাঙ্গণে মহা ধুমধামে পালিত হয় বসন্ত উৎসব। এদিনের এই উৎসব পালনে সামিল হন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।