উত্তরপাড়া,হুগলী,তন্ময় ভৌমিক: বাঙালীর শ্রেষ্ঠৎসব হলো দুর্গোৎসব আর কোলকাতার পুজোগুলোকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে জেলার পুজো কমিটিগুলো,এই বিষয়ে কোনও অংশে পিছিয়ে নেই হুগলী জেলার উত্তরপাড়া মাখলা অগ্রদূত সংঘের দূর্গা পুজো। তাদের এবছরের দূর্গা পুজোর থিম “মোদের গর্ব-মোদের আশা,আ-মরি বাংলা ভাষা”। এই বছরের এদের দূর্গা পূজা ৭৩ তম বর্ষে পদার্পন করলো,এই পুজো উত্তরপাড়া এলাকা সহ হুগলী জেলার মধ্যে যথেষ্ট সুনাম আছে,এদের পুজো ২৭/০৯/২৫(শুক্রবার) অর্থাৎ মহাপঞ্চমীর সন্ধ্যায় জাঁকজমক ভাবে শুভ উদ্বোধন হয়।হউদ্বোধন করেন ভারতীয় ফুটবলের দলের স্বনামধন্য ও উজ্জ্বলতম নক্ষত্র বিশিষ্ট ফুটবলার প্রীতম কোটাল ও মোহনবাগান সুপার জায়েন্টের সহকারী কোচ বাস্তব রায়। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা ও চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। মাখলা অগ্রদূত সংঘের কর্মকর্তারা সারা বছরের পাশাপাশি পুজোর ৫টা দিনও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবা মূলক কাজ করে থাকেন। এই ক্লাবের দূর্গা প্রতিমা আগামী ০৩/১০/২৫(শুক্রবার) অর্থাৎ একাদশীর দিন বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিরঞ্জন হয়। ক্লাব কর্মকর্তা চন্দ্রশেখর রায় আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন “বিভিন্ন কারণে বাংলার বাইরে থাকা অর্থাৎ অন্য রাজ্যেগুলোতে প্রবাসী বাঙালীরা তাদের গর্বের মাতৃভাষা বাংলা ভাষা বলার কারণে তাদের যে ভাবে হেনস্থা করছে অন্য রাজ্যের বাসিন্দারা,তারই প্রতিবাদ জানিয়ে তারা “মোদের গর্ব-মোদের আশা,আ-মরি বাংলা ভাষা”,অনুকরণে তারা এইবছর দূর্গামণ্ডপ করেছেন।
মূলত বেত কাঠি দিয়েই মণ্ডপটি তৈরী হয়েছে, মণ্ডপের ভিতরে বিভিন্ন মনীষী থেকে শুরু করে বিপ্লবীদের মূর্তি শোভা পেয়েছে। শিল্পনীড় পত্রিকার বিচারে হুগলী জেলার মধ্যে উত্তরপাড়া বাংলা অগ্রদূত সংঘের দূর্গাৎসব অন্যতম সেরা দুর্গোৎসব হিসাবে নির্বাচিত হয়েছে।
