জটিল ফুসফুস সংক্রমণ থেকে আরোগ্য, মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের চিকিৎসায় সুস্থ আলিপুরদুয়ারের ৫ বছরের শিশু / Little boy from Alipurduar makes miraculous recovery after major lung surgery at Manipal Hospital Mukundapur.

89cb9769-fd86-4a06-bcfc-d0e12ebf1031

কলকাতা, ৩০ অক্টোবর ২০২৫: আলিপুরদুয়ারের ৫ বছর বয়সী আর্য সাহা (নাম পরিবর্তিত) বড় ফুসফুসের সংক্রমণ থেকে সম্পূর্ণ সেরে উঠেছে মণিপাল হাসপাতাল, মুকুন্দপুরে। ভারতজুড়ে সুপরিচিত মণিপাল হসপিটালস গ্রুপের এই ইউনিটে আর্যর চিকিৎসা পরিচালনা করেন ডা. শুভাশিস সাহা, কনসালট্যান্ট –পেডিয়াট্রিক সার্জন, এবং ডা. সায়ন্তন ভৌমিক, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট –পেডিয়াট্রিক পালমোনোলজি। আর্য প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রথমে তাকে উত্তরবঙ্গের এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে মণিপাল হাসপাতাল, মুকুন্দপুরে  স্থানান্তরিত করা হয়। ভর্তি হওয়ার সময় তার শ্বাসযন্ত্র খুবই সংকটজনক অবস্থায় ছিল, কারণ সংক্রমিত তরল পদার্থ ডান দিকের ফুসফুসকে চেপে ধরেছিল, ফলে ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। দ্রুত চিকিৎসা শুরু করে ডাক্তাররা সিদ্ধান্ত নেন আধুনিক ভিডিও-অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি (VATS) করার, যাতে সংক্রমিত পুঁজ বের করে ফুসফুস আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে। অস্ত্রোপচারের পর আর্যকে প্রায় ১০ দিন ভেন্টিলেটরে রাখা হয়, কারণ প্রথম দিকে ফুসফুস পুরোপুরি প্রসারিত হচ্ছিল না এবং বাতাস ঢুকে “নিউমোথোরাক্স” সমস্যা দেখা দেয়। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার টিমের তত্ত্বাবধানে—ডা. সৌমেন মেউর ও ডা. মনিদীপা দত্তের নেতৃত্বে—নিয়মিত ফুসফুসের যত্ন, সংক্রমণ নিয়ন্ত্রণ ও ফিজিওথেরাপির মাধ্যমে আর্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। শেষে ভেন্টিলেটর থেকে মুক্ত হয়ে আর্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফেরে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডা. শুভাশিস সাহা বলেন, “শিশুদের এম্পাইমা খুব দ্রুত বিপজ্জনক রূপ নিতে পারে, তাই সময়মতো অস্ত্রোপচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্যর ক্ষেত্রে দ্রুত VATS সার্জারি করার ফলে সংক্রমণ দূর হয় এবং ফুসফুস আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। শিশু সার্জারি কেবল প্রযুক্তিগত নয়, এটি মানসিক যত্নের বিষয়ও বটে। আমরা প্রতিটি ধাপে অভিভাবকদের পাশে থেকেছি এবং তাদের আশ্বস্ত করেছি। শিশুটিকে আবার হাসিখুশি অবস্থায় দেখতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য।”

ডা. সায়ন্তন ভৌমিক বলেন, “যখন কোনো শিশু এত গুরুতর ফুসফুসের সংক্রমণ নিয়ে আসে, তখন এক মুহূর্তও দেরি করা যায় না। আর্যর ফুসফুস পুঁজে ভরে গিয়েছিল, ফলে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আমরা দ্রুত VATS সার্জারি করি, যাতে ফুসফুস থেকে পুঁজ বের হয় এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়। চিকিৎসার সময় অক্সিজেনের মাত্রা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও ওষুধের ব্যবহার অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করা হয়। এই কেসটি প্রমাণ করে, সময়মতো সার্জারি ও টিমওয়ার্কের মাধ্যমে একটি শিশুর জীবন বাঁচানো সম্ভব।”

আর্যর মা বলেন, “আমার ছেলেকে টানা সাত দিন ধরে জ্বরে ভুগতে ও শ্বাস নিতে কষ্ট করতে দেখা খুব ভয়ংকর অভিজ্ঞতা ছিল। স্থানীয় চিকিৎসায় কোনও উন্নতি না দেখে আমরা মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে আসি। এখানকার ডাক্তার ও নার্সরা খুব যত্নবান ছিলেন, সব কিছু ধৈর্য ধরে বুঝিয়ে বলেছেন এবং সব সময় পাশে থেকেছেন। আজ আমার ছেলে একদম সুস্থ, খেলাধুলায় মগ্ন। আমরা চিরদিন তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকব।” এই ঘটনা মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের শিশু চিকিৎসা, শ্বাসযন্ত্র ও ইনটেনসিভ কেয়ারের সমন্বিত দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ, যা দেখায়—সময়মতো চিকিৎসা ও নিবেদিত দলগত প্রচেষ্টায় সবচেয়ে জটিল শিশুরোগও সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।

Kolkata, 30th October 2025: Five-year-old Arya Saha (name changed), a resident of Alipurduar, has made a remarkable recovery at Manipal Hospital, Mukundapur, a unit of India’s leading healthcare network, Manipal Hospitals Group, after being treated for a massive right-sided pleural empyema (a serious infection marked by the accumulation of pus in the space between the lungs and the chest wall). The case was managed under the expert supervision of Dr. Subhasis Saha, Consultant – Paediatric Surgery, Manipal Hospital Mukundapur, and Dr. Sayantan Bhowmick, Associate Consultant, Paediatric Pulmonology, Manipal Hospital Mukundapur. Arya had been experiencing high fever and severe breathing difficulties for nearly a week before being admitted to a local hospital in North Bengal. As his condition deteriorated, he was referred to Manipal Hospital, Mukundapur, for specialized paediatric care.  At admission, Arya was in severe respiratory distress, as the infected fluid was compressing his right lung and making breathing extremely difficult. After rapid stabilisation, the hospital team decided on early Video-Assisted Thoracoscopic Surgery (VATS), a minimally invasive procedure to drain the infection and allow the lung to expand.

Following the operation, Arya required mechanical ventilation (a breathing machine) for about ten days because the right lung initially failed to fully re-expand, and a pneumothorax (air leak in the lung) developed. Under the vigilant supervision of the Paediatric Intensive Care team, led by Dr Saumen Meur, Senior Consultant, Paediatric Intensive Care, along with Dr Monideepa Dutta, Consultant Paediatric Intensive Care, the precise ventilatory strategies, infection control, and lung-protective physiotherapy were implemented. Gradually, the lung expanded, the air leak resolved, and Arya was successfully taken off the ventilator and discharged in excellent health.

While discussing the case, Dr. Subhasis Saha, Consultant – Paediatric Surgeon, Manipal Hospital, Mukundapur, said, “Empyema in children can progress rapidly and, if not treated in time, can become life-threatening. In Arya’s case, early surgical intervention through minimally invasive Video-Assisted Thoracoscopic Surgery (VATS) was vital to remove the infection and help his lung expand again. Paediatric surgery is not just about precision; it’s also about understanding the fear and anxiety that families go through when their child is unwell. Our team worked closely with the parents at every step to ensure they felt supported and informed. Seeing the child recover, smile, and go back to his normal, playful self after such a critical illness is the most fulfilling outcome we could hope for.”

Dr Sayantan Bhowmick, Associate Consultant, Paediatric Pulmonology, Manipal Hospital Mukundapur, who guided Arya’s respiratory care, said, “When a child comes in with such a serious lung infection, every minute counts. Arya’s lungs were filled with pus, which made it very hard for him to breathe. Our first step was to remove the pus through a minimally invasive surgery called VATS, so the lung could start working again. While he was on the breathing machine, we carefully monitored his oxygen levels and used medications to treat infections and reduce inflammation. We aimed to minimise airway pressures, optimise drainage and antibiotic therapy, and support the lung’s natural healing process with structured physiotherapy. This case is a strong reminder that teamwork, timely surgery, and round-the-clock care can make all the difference in saving a child’s life.”

Arya’s mother said, “Watching my little boy gasping for breath and burning with high fever for seven relentless days was nothing short of a nightmare. After trying treatment locally and seeing no improvement, we had to travel all the way to Manipal Hospital, Mukundapur, hoping for specialized care. From the moment we arrived, the doctors and nurses were compassionate, calm, and extremely thorough, explaining every step and ensuring Arya was comfortable. Thanks to their exceptional care and dedication, Arya is now back home, healthy, and full of energy. We will always be deeply grateful to the entire team for giving our son a second chance at life.” This success story highlights Manipal Hospital Mukundapur’s expertise in comprehensive paediatric respiratory and critical care, where close collaboration between pulmonology, intensive care, and paediatric surgery ensures that even severe and complicated cases can have the best possible outcomes for children.

About Manipal Hospitals:

 As a pioneer in healthcare, Manipal Hospitals is among the top healthcare providers in India, serving over 7 million patients annually, with a focus on providing affordable, high-quality healthcare services. Manipal’s integrated network today has a pan-India footprint of 38 hospitals across 19 cities with 10,500+ beds, and a talented pool of 7,200+ doctors and an employee strength of over 20,500.  Manipal Hospitals provides comprehensive curative and preventive care for a multitude of patients from around the globe. Manipal Hospitals is NABH, AAHRPP-accredited, and most of the hospitals in its network are NABL, ER, and Blood Bank accredited and recognized for Nursing Excellence.

About The Author


Verified by MonsterInsights