আর.আর. ফ্যাশন.হ্যাব-র কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার চন্দিমা বসুর উদ্যোগে ‘বাঙালি আনা- ২’

IMG-20220501-WA0195

https://youtu.be/obr-a59BWvA

Thank you for reading this post, don't forget to subscribe!

https://youtu.be/O-t-xKDNrmI

নিজস্ব প্রতিবেদনঃ  ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সমস্ত শ্রমজীবী মানুষদেরকে বাংলা নববর্ষের নির্মল অভিনন্দন জানিয়ে ফুলবাগানে হেমচন্দ্র নস্কর রোডের একটি

https://youtu.be/E5h1Z8m4nBs

ব্যাংকোয়েট হলে আর.আর. ফ্যাশন.হ্যাব-র কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার চন্দিমা বসুর উদ্যোগে ‘বাঙালি আনা- ২’ ড্রামাট্রিক ফ্যাশন শো এবং ১৪২৯ সনে বাংলা নববর্ষের ক্যালেন্ডার উদ্বোধন ও বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। সারা ভারতের পরম শ্রদ্ধেয় সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের স্মরণে সৌরভ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি, বিশিষ্ট অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি, দেবনাথ চ্যাটার্জি, দেবদূত ঘোষ, সৌমজিৎ আদক ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তি।

https://youtu.be/AWcch9csGao

About The Author


You may have missed

Verified by MonsterInsights