মহদিপুর সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১২০ প্যাকেট বিড়ি সমেত দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ


মালদা: এক বিএসএফ জওয়ানের লিখিত অভিযোগের ভিত্তিতে মহদিপুর সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১২০ প্যাকেট বিড়ি সমেত দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল মুন্না কুমার দুবে ও শিবপূজন কুমার যাদব। তারা যথাক্রমে বিহারের সীতামারি ও নওয়াদা জেলার বাসিন্দা। জানা গেছে, সোমবার রাতে বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্যবাহী ট্রাকের পার্কিং জোনে তল্লাশি চালায়। সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা ও বিড়ি মেলে। ট্রাকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, মহদিপুর সীমান্ত বাণিজ্য কেন্দ্র পথে পণ্যবাহী ট্রাকের আড়ালে কি এসমস্ত মাদক পাচারের চক্র গজিয়ে উঠেছে? বিএসএফ জানিয়েছে, এই ঘটনার পর বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া সমস্ত ট্রাকে তল্লাশি চালানো হচ্ছে। নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights