কোলকাতা, ২৭সেপ্টেম্বর ২০২৫: বাঙালির কাছে দুর্গাপুজো এক চলমান সাংস্কৃতিক ঐতিহ্য। তাই তো প্রতি বছর এই উৎসব নতুন রূপে ফিরে আসে। এই পঞ্চমীর সন্ধেবেলা আমাদের চিরচেনা ধুনুচি নাচের সেরকমই এক নতুন রূপ দেখা গেল আহিরীটোলা সর্বজনীনের পুজোয়। এত বছর ধরে, ধুনুচির গন্ধে আর ঢাকের তালে প্রতিটি প্যান্ডেল যখনই হয়ে নাচের মঞ্চ হয়ে উঠেছে, সেই আনন্দ শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এ বছর সেই ছবিটা বদলে দিল নেসলে ন্যানগ্রো। Nestlé NANGROW-র এখনকার মূল ভাবনা — No to Oh with Nestlé NANGROW এই পুজোয় এক সাংস্কৃতিক ঐতিহ্যের আলোয় নতুন করে সেই বার্তা তুলে ধরা হল। এই প্রথমবার, ধুনুচি নাচকে Nestlé NANGROW রাঙিয়ে দিল ছোট্টদের দুষ্টুমি আর অ্যাডভেঞ্চারের রঙে। পুজোর বড় মঞ্চে ছোটদেরও জায়গা করে দিতে, আর তাদের বেড়ে সাত রকম লক্ষণ বাঁ 7 signs of growth-কে সেলিব্রেট করতে, Nestlé NANGROW তৈরি করেছে Dhunuchi Junior — এক মজাদার, অভিনব, বাচ্চাদের জন্য নিরাপদ ধুনুচি, যা চলে জলের সাহায্যে, আর বানানো হয়েছে একেবারে বাচ্চাদের কথা ভেবে। এই প্রথমবার, বাচ্চারা বাবা-মায়ের হাত ধরে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী ধুনুচি নাচে আর উৎসবে যোগ করেছে এক নতুন ছন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!বেড়ে ওঠার সাতকাহন শিশুর শরীর ও মনের সঠিক বিকাশের জন্য সঠিক পুষ্টির কোনও বিকল্প নেই। তাই Nestlé NANGROW-এ আছে DHA, Whey Protein, Vitamin D আরও অনেক জরুরি পুষ্টি উপাদান, যা বাচ্চাদের 7 signs of growth –এ সাহায্য করে। আহিরিটোলা সর্বজনীনে জমজমাট পঞ্চমী ২৭শে সেপ্টেম্বর, পঞ্চমীর বিকেল ৫টা। উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীনের প্যান্ডেলে তখন ঢাকের তালে তালে আছড়ে পড়ছে জনসমুদ্র । দর্শকেরা অপেক্ষা করছেন এক ‘first-ever’ মুহূর্তের জন্য – যখন ৫ জন শিশু আর তাদের মা-বাবা একসাথে ধুনুচি নাচে মাতিয়ে তুলবেন মঞ্চ। শুরু হল ঢাকের বাদ্যি, আলো পড়ল মঞ্চে, আর ছোট্ট পা-গুলো তাল মেলাতে লাগল সেই চিরাচরিত ছন্দে, ছোট্ট ধুনুচি হাতে নিয়ে। মা-বাবার সঙ্গে মিলিয়ে একেকটা স্টেপ, একেকটা হাসিতে ঐতিহ্য আর নতুন প্রজন্মের উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। দর্শকদের হাততালি, উল্লাস – সব মিলিয়ে এক তৈরি হল অসাধারণ আবহ।
ট্রেন্ড আর ট্র্যাডিশনের হাত মেলানো দুর্গাপুজো শুধু সাজসজ্জা আর আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে পুরনো ঐতিহ্য মিশে যায় নতুন সম্ভাবনার সাথে। সেই সম্ভাবনার মোড়ে দাঁড়িয়ে Nestlé NANGROW ভেবেছে এক নতুন দিক — এমন এক ধুনুচি নাচ, যেখানে বয়সের দেয়াল ভেঙে যায়। ‘No’ থেকে ‘Oh’ প্রতিটি বাচ্চারই স্বপ্ন থাকে ধোঁয়া ওঠা ধুনুচি হাতে নিয়ে ঢাকের তালে তালে নাচার। কিন্তু সাবধানী বাবা-মায়েদের কাছ থেকে শোনা যায় জোরালো “না”। Nestlé NANGROW-এর বিশেষ উদ্যোগ Dhunuchi Junior সেই “না”-কে বদলে দিয়েছে অবাক করা “হ্যাঁ!”-তে।
পুজোর খাতায় নতুন পাতা Dhunuchi Junior আসলে আমাদের একটা বড় কথা বলে। সেটা হল, নতুন সম্ভাবনার মধ্যেই ঐতিহ্য আরও জীবন্ত হয়ে ওঠে। উৎসবের আনন্দে সবাইকে শামিল করার ক্ষেত্রে তাই Dhunuchi Junior এক মাইলস্টোন। প্রজন্মের ফারাক ঘুচিয়ে, Nestlé NANGROW শুধু পুজোর সাংস্কৃতিক অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করল না, সঙ্গে শিশুদের পুষ্টি আর বেড়ে ওঠার নানা দিক সম্বন্ধেও সচেতনতা তৈরি করল। আরজে মির্চি মোহর প্যান্ডেলে এসেছিলেন, যেখানে তার মজার আড্ডা ও কথোপকথনে ভিড় আনন্দে মেতে উঠেছিল এবং পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠেছিল।
Kolkata, 27 September 2025: Durga Pujo is a movable feast, a celebration in motion. It arrives at the beat of dhaaks, only to add rhythm to the celebration. Every pandal transforms into a dance floor where men and women turn and twirl with burning ardour and dhunuchi. Until now, this autumn ballroom has been the prerogative of adults — grown-ups have had all the fun. All of that changed this year, thanks to Nestlé NANGROW. Nestlé NANGROW interpreted its current proposition – “No to Oh with Nestlé NANGROW”- in the light of an endearing cultural moment, Dhunuchi Naach. Dhunuchi Naach has always been associated with the domain of grown-ups. For the first time, the brand has made it possible for a timeless Pujo tradition to celebrate the mischiefs and adventures of toddlerhood.
To include little children in the wider playground of Pujo culture, and to celebrate their seven signs of growth, Nestlé NANGROW designed Dhunuchi Junior — a fun, innovative child-safe dhunuchi, fuelled by water and made especially for kids. For the first time, children, accompanied by their parents, were able to participate in the traditional dhunuchi naach and add new rhythms to the celebrations. Celebrating the Seven Signs of Growth. When it comes to holistic development and paediatric health, there’s no alternative to proper nutrition. That’s why Nestlé NANGROW comes with the goodness of DHA, Whey Protein, Vitamin D, and other vital nutrients that support 7 signs of growth.
Panchami Perked Up at Ahiritola Sharbojonin Panchami arrived on 27th September, and the five o’clock shadow of evening descended on the Ahiritola pandal with pomp and ceremony. A deluge of pandal-hoppers inundated the streets of North Calcutta with crashing waves of anticipation. That’s where a spectacular dhunuchi naach was performed by five children and their parents. The stage was set, the lights were focused, and the dhaaks were primed. The lilting cadence of the beats danced on feet, big and small. The steps won hearts, while the smiles won the day.
Trend Meets Tradition There’s a lot more to Durga Pujo than decorous ceremonies and decorated pandals. Think of it as a crossroads where time-worn heritage meets newborn prospects at the juncture of all possibilities. Nestlé NANGROW imagined an uncharted opportunity — a dhunuchi naach that breaks the barriers of age. From ‘no’ to ‘oh’ Every child dreams of holding a pair of smoking dhunuchis and swaying to the beats of dhaak, only to be foiled by an emphatic “no” from a concerned parent. Nestlé NANGROW’s special Dhunuchi Junior has finally managed to turn every such “NO” into a surprised “OH.”
Adding a New Page to the Annals of Pujo: The story of Dhunuchi Junior comes with an important moral: traditions flourish under the light of new possibilities. The event at Ahiritola Sharbojonin has erected a new milestone of inclusivity. By bridging the gap between generations, Nestlé NANGROW has not only enriched the cultural experience of Pujo but also added to the awareness of children’s need for nourishment and growth. RJ Mirchi Mohor visited the pandal, engaging with the crowd and adding to the festive energy with her fun interactions.