আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড পশ্চিমবঙ্গে ৭টি নতুন শাখা চালু করার ঘোষণা / Aakash Educational Services Limited Expands Presence in West Bengal with 7 New Learning Centres


 ছাত্র ছাত্রীদের বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য আকাশ, উত্তর কলকাতা ডানলপ ও দক্ষিণ কলকাতা বেহালায় নতুন শিক্ষাকেন্দ্রের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থান আসানসোল, বর্ধমান, বহরমপুর, মালদা, ও কোচবিহারে পাঁচটি অতিরিক্ত শিক্ষাকেন্দ্র চালু করবে।

কলকাতা, ৩ সেপ্টেম্বর, ২০২৪: নিট ও জেইই-এর জন্য পরীক্ষার প্রস্তুতি পরিষেবায় জাতীয় স্তরে প্রসিদ্ধ আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (এ ইএসএল) আজ পশ্চিমবঙ্গে ৭টি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধনের ঘোষণা করলো। কলকাতায় দুটি সেন্টার উত্তর কলকাতা ডানলপ, এবং দক্ষিণ কলকাতা বেহালাতে খোলা হবে, এছড়াও রাজ্যের অন্যান্য পাঁচটি স্থান আসানসোল, বর্ধমান, বহরমপুর, মালদা ও কোচবিহারে নতুন সেন্টার চালু হবে। সমস্ত সেন্টার ডিসেম্বর ২০২৪-এর মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে। এই সম্প্রসারণের মাধ্যমে আকাশ তাদের উপস্থিতি বাড়িয়ে আরও বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে চায়। এতে আরও অনেক ছাত্র ছাত্রীরা আকাশ ইনস্টিটিউট এর উচ্চ-মানের কোচিং এর সুবিধা পেতে পারে। আকাশ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে বর্তমানে ১২টি ক্লাসরুম সেন্টার আছে, যার মধ্যে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর ও শিলিগুড়ি অন্তর্ভুক্ত রয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (এ ইএসএল)-এর এমডি ও সিইও, মিঃ দীপক মেহরোত্রা বলেন, “পশ্চিমবঙ্গে ৭টি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের নীতি অনুযায়ী ছোট শহরগুলির ছাত্র ছাত্রীদের কাছে আকাশের মতো একটি ব্র্যান্ডের বিশেষজ্ঞ পরামর্শ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। আমি নিশ্চিত যে আমাদের অনন্য শিক্ষণ পদ্ধতি আরও বেশি শিক্ষার্থীদের নিটও জেইই-তে তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সাহায্য করবে।” আকাশের চিফ স্ট্র্যাটেজি অফিসার মিঃ অনুপ আগরওয়াল যোগ করেন, “পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা ধারাবাহিকভাবে প্রতি বছর নিট ও জেইই-তে শীর্ষ পারফরম্যান্স দেখিয়েছে। আমি নিশ্চিত যে এখন আরও অনেক শিক্ষার্থীরা আমাদের কোর্সের সুবিধা নিতে সক্ষম হবেন।” আকাশের বিশেষত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে, চিফ একাডেমিক ও বিজনেস হেড মিঃ ধীরাজ মিশ্র বলেন, “আকাশে, আমরা শিক্ষার্থীকেন্দ্রিক কোচিং প্রদান করি, যার মূল বৈশিষ্ট হলো শিক্ষণ পদ্ধতির গুণগত মান । আমরা সেই লক্ষেই তাদের কাছে পৌঁছে যেতে চাই ।” আকাশ মেডিকেল (নিট) ও ইঞ্জিনিয়ারিং (জেইই) প্রবেশিকা পরীক্ষার কোচিং প্রদানের পাশাপাশি এনটিএসই ও অলিম্পিয়াডের জন্যও ছাত্রছাত্রীদের প্রস্তুত করে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাফল্যের জন্য সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

About Aakash Educational Services Limited (AESL)

Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company that specializes in providing comprehensive and effective preparation services for students preparing for high stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE) and competitive exams such as NTSE and Olympiads. AESL has a pan India network of over 315 centres with over 400,000+ currently enrolled students and has established an unassailable market position and brand value over the last 35 years. It is committed to providing the highest quality test preparation services to unlock students’ true potential and achieve success in their academic endeavours. AESL takes a student-centric approach to test preparation, recognizing that every student is unique and has individual needs. It has a team of highly qualified and experienced instructors who are passionate about helping students achieve their dreams. The company’s programmes are designed to be flexible and its teaching methodologies are backed by the latest technologies to ensure that students are well-prepared for their exams.

 Launches new learning centres in Dunlop, North Kolkata, and Behala, South Kolkata, as well as five additional centres in the state in Asansol, Burdwan, Berhampore, Malda, and Cooch Behar to cater to the rising demand among students

Kolkata, Sep 03, 2024: Aakash Educational Services Limited (AESL), the national leader in test preparatory services for NEET & JEE, today announced the launch of 7 new learning centres in West Bengal. While two centres are set to open in Kolkata at Dunlop in North Kolkata and Behala in South Kolkata, five more centres are scheduled to open across the state at Asansol, Burdwan, Berhampore, Malda, and Cooch Behar. All the centres are expected to be operational by December 2024. With this expansion, AESL aims to extend its reach and provide quality education and expert guidance to an even broader spectrum of students across the region. This strategic move addresses the growing demand for top-tier preparatory services, ensuring that more aspiring students can access the high-quality coaching that Aakash Institute is renowned for.

Currently, Aakash Institute operates 12 classroom centres in West Bengal, including prominent locations in Kolkata, Howrah, Barrackpore, Durgapur, Bankura, Kharagpur and Siliguri, where students have consistently achieved outstanding results. Addressing the press today, Mr Deepak Mehrotra, MD & CEO of Aakash Educational Services Limited (AESL), said, “We are extremely delighted to announce 7 new learning centres in West Bengal as part of our policy to reach out to students in smaller towns that are always in need of expert guidance from a brand like Aakash. I am confident that our unparalleled teaching pedagogy will help more students achieve their desired success in NEET & JEE.” Mr Anup Agarwal, Chief Strategy Officer of AESL, added, “The students of West Bengal have consistently shown top performance year after year in NEET & JEE. I am sure that now, more students in West Bengal will be able to avail themselves of our courses.” Talking about the Aakash edge, Mr. Dheeraj Misra, Chief Academic & Business Head, AESL added, “At Aakash, we believe in promoting student-centric education, which means delivering courses and bringing education to students wherever they are. Our key differentiator is not only the quality of course content but also its delivery and pedagogy.” AESL is recognized for offering thorough and effective preparation programs for students aiming to excel in high-stakes medical (NEET) and engineering entrance exams (JEE), as well as competitive exams like NTSE and Olympiads. The institute is dedicated to delivering top-quality test preparation services that empower students to realize their full potential and succeed in their academic pursuits.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights