
গোপাল বিশ্বাস- নদীয়া – আমঘাটা স্টেশনে আবারও পরিদর্শনে এলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন স্টেশনে উপস্থিত হন এডিআরএম সহ একাধিক রেল আধিকারিক। কৃষ্ণনগর–আমঘাটা রেল পরিষেবা নির্বিঘ্নে চালাতে যাঁরা দীর্ঘদিন পরিশ্রম করে চলেছেন, তাঁদের মধ্য থেকে বেশ কয়েকজন কর্মী ও আধিকারিককে বিশেষ সম্মান জানায় রেল কর্তৃপক্ষ। পরিদর্শন চলাকালীন আমঘাটা থেকে কৃষ্ণনগর রেলের বর্তমান সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজন হলে শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলেও জানান এডিআরএম। ADRM-এর পরিদর্শনের খবর পেয়ে এদিন আমঘাটা স্টেশনে হাজির হন ‘নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি’-র সদস্যরা। তাঁরা রেলের আধিকারিকদের হাতে পুনরায় দাবি জানান—আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা যেন অবিলম্বে চালু করা হয়। এই প্রসঙ্গে এডিআরএম জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং রেলের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এদিনের পরিদর্শনকে কেন্দ্র করে আমঘাটা স্টেশন চত্বরে উৎসাহ ও প্রত্যাশার পরিবেশ তৈরি হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!








