240b59b4-a32f-4154-ba66-3d4d225a9ff4

খবরে মৌসুমী রায়ঃ সুদূর আমেরিকা থেকেঃ নববর্ষ যে সর্বজাতের মধ‍্যে একটি প্রাণের উৎসব। যা সারাবছরের গ্লানি মুছে দিয়ে পরস্পরের মধ‍্যে চলে কুশল বিনিময়। যা প্রবাসে সূদুর কার্লিফোনিয়ায় মেন্টেকায় তার আমেজ বেশ অনুভব করলাম। ম‍্যান্টেকায় এই অনুষ্ঠানে নানা প্রদেশের নাচ তার সাথে গান ফ‍্যাশন শো প্রভৃতি অনুষ্ঠানের মাধ‍্যমে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়। বিভিন্ন স্টল ছিল। খাবারদাবার থেকে আরম্ভ করে জুয়েলারি কাপড় জামার স্টল। এখানে মেম্বারদের প্রচেষ্টা ও এখানকার মেয়রের সস্ত্রীক উপস্থিতিতে অনুষ্ঠানটি বেশ সাফল‍্য এনে দিয়েছে। এই ইভেন্ট প্রবাসে সর্বপরি আগামী দূর্গাপূজা ঐকান্তিক যে বড় ইভেন্ট আনতে চলেছে তারই সূচনা করে দিয়েছে। ঐকান্তিক নামে একটা অর্গানাইজেশন 23 তারিখ এবছর সুন্দরভাবে তা পালন করল। তার ই কিছু ঝলক পাঠালাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights